Site icon Trickbd.com

হ্যামস্টারের সাথে বাইনেন্স সহজেই কানেক্ট করার উপায়

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন , অনেকদিন পর আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে ফিরে এসেছি আশা করি ভালো লাগবে

আজকের পোস্টের মূল বিষয় হলো যে কীভাবে আপনি আপনার হ্যামস্টার একাউন্ট এর সাথে আপনার বাইনেন্স একাউন্ট যুক্ত করবেন , চলুন তাহলে শুরু করি

সর্বপ্রথম চলে যেতে হবে আপনাকে আপনার টেলিগ্রাম একাউন্টে এবং সেখান থেকে আপনি হ্যামস্টার বটটি ওপেন করে নিন

এবার একেবারে নিচে কর্নারের দিকে এয়ার ড্রপ নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করুন

এবার একটু নিচে টানলেই দেখতে পারবেন বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে অ্যাডেড করতে বলতেছে

 

আমরা যেহেতু Binnace এর সাথে কানেক্ট করব তাই জন্য আমরা Binnace প্রথম অপশনটা এর উপর চাপ দিবো

এবার লেখা আসবে যে আপনার কী কোনো Binnace অ্যাকাউন্ট আছে?

যদি থাকে তাহলে Yes, I have it এটায় ক্লিক করুন আর যদি না থাকে তাহলে একটি Binance অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন

 

যাদের আছে তারা Yes I have it এ ক্লিক করার পর দেখবা নিচে দেখানোর মতো একটা স্ক্রিনশর্ট দেখাচ্ছে

এবার আমাদের কাজ Binance এ

এখন আমাদের চলে যেতে হবে Binnace এ – এবং portfolio এটায় ক্লিক করতে হবে

তারপর ADD FUNDs এ ক্লিক করতে হবে তারপর কারেন্সি খুজতে বলবে তো সেখান থেকে আপনি HMSTR এটা সার্চ করবেন

দেখবেন যে একটা কারেন্সি এসে গেছে – ওটাতে ক্লিক দিন এবার দেখতে পারবেন লেখা উঠতেছে ” chose Network ” তারপর দেখবেন যে একটা QR লোড নিচ্ছে এবং নিচে ডিপোজিট অ্যাড্রেস ও ম্যামো দেখতে পারবেন।

 

২ টিই কপি করার দরকার নাই – আস্তে আস্তে কাজগুলা করতে হবে যাতে করে কোনো ভুল না হয়

এবার আপনাকে টেলিগ্রাম এ চলে যেতে হবে এবং সেখান থেকে Yes I have it এ ক্লিক দেওয়ার পর HMSTR Deposite অ্যাড্রেসে বাইনেন্স অ্যাড্রেস ওখান থেকে কপি করবেন এবং হ্যামস্টার এ পেস্ট করবেন ঠিক একইভাবে ” MEMO ” টাও কপি পেস্ট করবেন।

তারপর নিচের বাটনে ক্লিক করে ওকে করুন – দেখবেন সাকসেসফুল হয়ে গেছে – যদি কোনো Error দেখায় তাহলে ভিপিএন কানেক্ট করে দেখতে পারেন , কোনো সমস্যা হলে কমেন্ট করুন

পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধদের মাঝেও পোস্টটি শেয়ার করুন

ধন্যবাদ