আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই? আজকের পোস্টটি হয়তো অনেকটা সংক্ষিপ্ত তবে এই টিপস টি খুবই কার্যকরী। আপনি যখন আপনার ট্রেড এর প্রফিট কারো সাথে শেয়ার করবেন তখন সে সেটা কপি করতে পারে, এক্ষেত্রে সেখানে আপনার নাম বা কোম্পানির নাম থাকলে কেউ সেটা ফ্রক করে নিজের বলে চালিয়ে দিতে পারবে না। আর বার বার এডিট করে নাম বসানোর থেকে এভাবে নিজের নাম বসিয়ে দেওয়া আমি মনে করি খুবই উপকারী ও এতে সময় বাঁচে।

তো চলুন শুরু করা যাক:

১/

  • তো সর্বপ্রথমে স্ক্রিনশট অনুযায়ী Binance এপ এ গিয়ে ফিউচার অপশনটি সিলেক্ট করুন।

২/

 

  •  তারপর এই চিত্রের মত থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

৩/

  • ক্লিক করে আর্ন বোনাস সিলেক্ট করুন।

৪/

  • তারপর ইনভাইট ফ্রেন্ডস এ ক্লিক করুন।

৫/

  • তারপর কাস্টোমাইজ কোড এ ক্লিক করুন।

৬/

  • লাস্ট স্টেপ, এখন আপনার পছন্দমত নাম বসিয়ে কনফার্ম করে নিন।

 

6 thoughts on "কিভাবে Binance এপে কাস্টম PNL ব্যানার সেট করবেন?"

  1. Jakir Hossain Contributor says:
    হালাল-হারাম চিন্তা করলে ক্রিপ্টো নিয়ে কাজ করেন কেন? যে দেশে যেটা অবৈধ সে দেশের জন্য সেটা হারাম।
    1. Dreaminfinity Author says:
      আপনি আগে হালাল হারাম সম্পর্কে ভালোভাবে জেনে আসুন
  2. Sadi Here Author Post Creator says:
    কোথায় লেখা আছে দেশের জন্যে অবৈধ হলেই হারাম আর বৈধ হলেই হালাল? বাংলাদেশে সরকারি পতিতালয় আছে, তাইবলে কি পতিতাবৃত্তি হালাল?
  3. Levi Author says:
    সুন্দর।
    1. Sadi Here Author Post Creator says:
      Thanks
    2. Levi Author says:
      Welcome.

Leave a Reply