এক থেকে দেড় মাস পর পোস্ট লেখতাছি ৷ গার্ল্ডফ্রেন্ডকে ফোনদিছিলাম বলে এতদিন আপনাকে সেবা দিতে পারিনি ৷ নতুন ফোন কিনলাম প্রতিদিন সেবা দিয়ে যাবো ৷
চলুন আলোতনায় আসি,
আমি আজ যে পোস্টি করছি খুব গুরুত্ব পুর্ণ্য না হলেও দরকারি ৷
তাছাড়াও অনেকেই এপস ব্যাবহার করে তাদের আর বারতি অপস ব্যাবহার করতে হবে না ৷
যে ভাবে ব্ল্যাকলিস্ট করবেন…
ব্ল্যাকলিস্টঃ
১ ৷ যে নাম্বারটি ব্ল্যাকলিস্টে রাখবেন সেটি ফোনে সেভ করুন ৷ (সিম কার্ডে নয় ফোন বুকে)
২ ৷ তারপর যে নাম্বারটি ব্ল্যাকলিস্টে রাখবেন সেটিতে টাপ করুন ৷
৪ ৷ এবার দেখুন Block Incoming calls (√) টিক দিন কাজ হয়ে গেল৷
আনব্ল্যাকলিস্টঃ
ব্লাকলিস্ট ডিলিট করবেন একই ভাবে (√) টিক বাদ দিলেই হয়ে যাবে ৷
ভালো লাগলে কমেন্ট করবেন ৷