((((((( আসসালামুয়ালাইকুম ))))))))
ট্রিকবিডির সকল মেম্বারদের আমার সালাম ও শুভেচ্ছা কামনা রইলো ।
আমরা অনেকেই Custom rom সম্পর্কে জানি, আমরা অনেকে নতুন মোবাইল কিছুদিন ব্যাবহার করার পরেই আমাদের আরও নতুন কিছু ফিচার ব্যাবহার করার ইচ্ছা জাগে তাই আমরা অনেকেই (কাষ্টম রম) দিতে চাই তবে একটি জায়গায় গিয়ে আমরা কম বেশি সকলেই ফেসে যাই যেটা CWM-R বা ( ClockWorkMod- Recovery ) তাই আপনাদে জন্য আমার এই ট্রিকস্ আশাকরি সবারই উপকারে আসবে আর আপনাদেরও আশা পূরণ হবে । তো আর বেশি কিছু বলবনা এবার আমরা কাজের ধাপে চলে যাই।
এখন আপনি নিজেই এন্ড্রয়েড ফোন এরজন্য CWM বানিয়ে নিন !!!
আপনার যা যা প্রয়োজন হবেঃ-
১।
PC ব্যাবহারকারীদের জন্য-MTKDroidTools-for letest২।
Android ব্যাবহারকারীদের জন্য-রুটেড সেট ।এবার কাজের ধাপঃ-
1.
আপনার এন্ড্রয়েড ফোনটি PC তে2.
MTKDroidTools এর root,backup,recovery উইন্ডো তে যান ।এরপর নিচে ডান পাশের কর্নার এ Root লেখা আছে, ওইটা তে ক্লিক করেন ।
3.
তারপর To use boot from phone এ ক্লিক করে Recovery and Boot এ ক্লিক করেন । এরপর আপনি To make CWM recoveryautomatically মেসেজ বক্স এ Yes ক্লিক করেন তারপর কাজ শেষ হলে আরও দুইটা মেসেজবক্স আসবে, দুইটা তে No ক্লিক করেন ।4.
এবার MTKDroidTools -Close করে MTKDroidTools ফোল্ডার এ আসেন ।এখানে Recovery নামে ফোল্ডারটি তে ঢুকে recovery.img ফাইলটি আপনার মোবাইলের Sd Card এ কপি করেন।
5.
এখন, আপনি MTKDroidTools ফোল্ডার এর Files ফোল্ডার এ যান । সেখানে→com.mobileuncle.apk2.com.noshufou.android.su.apk3.com.speedsoftware.rootexplorer.apk4.eu.chainfire.supersu.apk পাবেন ।
আপনি ফাইলগুলো আপনার মোবাইল এর Sd Card এ কপি করেন ।
6.
এবার আপনার মোবাইল এ com.mobileuncle.apk টা ইন্সটল করেন । এখন, App টি ওপেন করেন, তারপর Flash Recovery fromSdCard এ ক্লিক করে recovery.img ফাইলটি সিলেক্ট করেন এবং Yes করে দিন । ব্যাশ আমাদের কাজ শেষ।এবার ফোনটি আপনার তৈরিকরা CWM এ চলে আসবে ।
»»বিদ্রতঃ««
➽ যেকোনো সমস্যায় মন্তব্য করুন….