আমি আমার ফোনে বিভিন্ন
ধরনের কাস্টম রম ইউজ করেছি।
বর্তমানে আমি আমার “Symphony
W68” তে “Xperia” এর ROM ব্যবহার করছি।
Oky Guys তাহলে কাজ শুরু করা যাক
১।আপনার ফোনটি অবশ্যই রুটেড হতে
হবে;
২।Recovery Images.img ফাইল(আপনার
ফোনের মডেল ভিত্তিক হতে হবে);
৩।Mobile Uncle Tools App;
৪।কাস্টম ROM।
★★★CWM INSTALL করার নিয়মাবলী★★★
১। রিকভারি ইমেজটা ডাউনলোড করুন
(আপনার ফোনের মডেল ভিত্তিক);
২। রিকভারি ইমেজটা মেমোরি
কার্ডে রাখুন।
৩। Mobile Uncle Tools টা ডাউনলোড করুন
এবং ইন্সটল করুন;
৪। অ্যাপটি ওপেন করুন এবং রুট
অ্যাক্সেস প্রদান করুন;
৫। তারপর Recovery Update এ ক্লিক করুন;
৬। ডাউনলোডক্রত Recovery Images.img
ফাইল সিলেক্ট করুন;
৭। তারপর ফ্ল্যাশ চাইলে দিন;
৮। তারপর Reboot into Recovery তে ক্লিক করুন।
★★★স্টক ROM ব্যাকআপ করার
নিয়মাবলি★★★
সিলেক্ট করুন;
২। Backup and restore সিলেক্ট করার পর
Backup এ
ক্লিক করুন;
৩। Backup Completed হলে আপনার কাজ
শেষ।
★★★কাস্টম ROM INSTALL করার
নিয়মাবলি★★★
১। Backup Completed হলে প্রথম ধাপে Wipe
data/Factory reset সিলেক্ট করুন তারপর Yes-
delete all users data তে ক্লিক করুন;
২। দ্বিতীয় ধাপে Wipe cache partition
সিলেক্ট করুন Yes-Wipe cache ক্লিক করুন;
৩। তৃতীয় ধাপে Advanced সিলেক্ট করুন
এরপর Wipe dalvik cache সিলেক্ট করুন Yes- Wipe dalvik cache তে ক্লিক করুন;
৪। চতুর্থ ধাপে Wipe dalvik cache এর কাজ
হলে Wipe Battery Stats সিলেক্ট করুন
তারপর Yes- Wipe Battery Stats তে ক্লিক
করুন।এর কাজ শেষ হলে —Go Back—
ক্লিক করুন;
৬। এরপর পঞ্চম ধাপে Install Zip From Sd Card
সিলেক্ট করুন।তারপর আপনার
ডাউনলোডক্রত ROM সিলেক্ট করুন;
৭। ROM সিলেক্ট করার পর Yes-Install
(আপনার ROM এর নাম থাকবে)ক্লিক করুন;
৮। ROM Install হতে কিছুক্ষণ সময় নিবে।
Install Zip From Sd Card Completed হলে —Go
Back— ক্লিক করুন;
৯। তারপর শেষ কাজ Reboot System Now
১০। সবকিছু ঠিকঠাক মত করতে পারলে
আপনার কাজ সম্পূর্ণ।
সতর্কতা:
1. আপনি কাস্টম রম দেওয়ার
আগে ফোন ভাল করে চার্জ
করে নিবেন।
2. আপনার ফোনের রমের একটা
ব্যাকআপ করে রাখবেন যাতে
পরে প্রব্লেম হলে আগের
অবস্থায় ফিরে আসতে পারেন
রিস্টোর দিয়ে।
3. আপনি যদি Android এর নিউ
ইউজার হন বা এত ভাল ধারণা না
রাখেন তাহলে নিজে নিজে কাস্টম রম
দেওয়া থেকে বিরত থাকুন।
এতে আপনার ফোন ব্রিক হওয়ার
সম্ভবনা থেকে যায় । ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে
ফেসবুকে আমি
Mohammad Amir
tik korsi
tnx…a lot…bro….@Yeasin
হলে পোষ্টের মান কমে যায়। আশা করি
বুঝতে পেরেছেন।
etc
পোস্ট করা হবে
এটা খুবই বিব্রতকর।
এই ফাংশন অফ করার কোন সিস্টেম জানা আছে কি ?
তবে এই নাম্বার টা remove করে অন্য একটি নাম্বার দিন।
port niye to kori nai.
পোর্ট করা সেটি হল অন্য বিষয়।
পোর্ট করা সেটি হল অন্য বিষয়।
আর ক্যামেরা প্লে স্টোর যদি কাজ না করে তার জন্য প্রসেস আছে।
like that “Lollipop custom rom for W68”
রম কিভাবে পোর্ট করতে হয় সেটা নিয়ে পরে পোস্ট করবো।
আর আমি আপনার ছাত্র না। যে কথার সাথে সাথে ans দিতে হবে।
আর পোস্ট অনুযায়ী কমেন্ট করলে খুশি হবো।
এর চেয়ে সহজ ভাবে কেউ বুঝাতে পারবে না মনে হয়
..
pele debo….wait
sorry
ami amr saddho moto try korbo….
ar apner phnr nam & model ta bolento…
na pele baniye nin
custom rom diye korben…..?
টা বানাতে হলে আপনার
ফোন টা লাগবে
১. ফোনের মডেলের সাথে CWM ম্যাচ না করলে ফোন ব্রিক করার সম্ভাবনা আছে কি?
২. Recovery তে সমস্যা দেখা দিলে ঠিক করব কি ভাবে?
২/ Re-install দিবেন।তাও না হলে flash দিয়ে ঠিক করতে হবে
recovery img link
http://www12.zippyshare.com/v/1rKAtOf3/file.html
see it
ওকে আমি চেষ্টা করবো আপনার অনুরোধ রক্ষা করার
apner phn kon chipset r….
topic ta bole din…
যদি w15i 3g হয় তাহলে এই লিংক থেকে ডাউনলোড করুন
http://www.mediafire.com/?e4gpk3ucjidxmqi
আর এই পোস্ট দিয়ে কি সকল মোবাইলে কসটম রম ইন্সটল হবে?
কস্টম রম ইন্সটল করে লাভ কি?
থাকলে দেন please
TWRP এ কাস্টম রম ইনস্টলের পদ্ধতিটা বলবেন এবং যদি আমি কারো ফোনের মডেল অনুযায়ি দেওয়া রম ডাওনলোড করি তাও কি পোর্ট করতে হবে?
যেমন : আমারর ফোন : Samsung galaxy s duos 2 GT-S7582 এর জন্য যদি গুগলে সার্চ দিয়ে এই মডেল অনুযায়ি রম ডাওনলোড করি তাও কি পোর্ট করতে হবে?