Site icon Trickbd.com

যাদের মোবাইল Spreadtrum chipset তারা কি custom recovery বানাতে পারছেন না_তার এই পোস্ট দেখুন[Posted by os]

Unnamed

প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন,আপনাদের দোয়াই আমিও ভাল আছি।

আপনার সবাই জানেন যে Android chipset এর জগতে MTK chipset এর মোবাইল ই বেশি।এই chipset এর কাস্টম রম ও পাওয়া যাই বেশি।

কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের “SPREADTRUM” chipset এই chipset এর custom recovery বানানো যাই,না বলব না,কিন্তু সব pc তে যে কোন driver দিয়ে ও হয় না,আবার সব windows দিয়ে ও হয় না।আমার SPREADTRUM chipset এর মোবাইল টা ফ্লাশ করতে গিয়ে windows 10 মারতে হল।আবার অন্য pc দিয়ে windows 10 দিয়ে ও হয় না।এমন কি MTK এ ডিবাইস ও CWM/TWRP বানাতে গিয়ে কেউ পেরেছেন আবার কেউ পারেন নি।

কিন্তু যারা MTK chipset তার ত custom recovery port করে নেই।তার জন্য আছে Apk tools.apk আবার এই এপ টা SPREADTRUM chipset এ কাজ করে না।যত সুভিধা আছে MTK chipset।

আজকে আমার পোস্ট হলো।কিভাবে আপনি SPREADTRUM chipset এর custom recovery বানানো যাই,এটা আসলে বানাবো না,port করব।

আগে দেখেনিন আপনার chipset sc7731/sc7780 কি না।
4.4.2 কি না।

এর জন্য নিচ থেকে Droid Hardware info app টা ডাউনলোড করে নিন play store থেকে।

Droid Hardware info.Apk

Download করুন।

open করে system এ দেখুন আপনার chipset sc7731 কিনা।

যদি sc7731/ssc7780 হয় তাইলে কমেন্ট করে যানান।আগামী পোস্ট এ আমি দেখা ব কিভাবে আপনি sc7731/sc7780 chipset এর জন্য কাস্টম recovery port করবেন।

Post credit byYeasin