Site icon Trickbd.com

[Full Tutorial][Mega Post] IMEI সংক্রান্ত প্রায় সবগুলো সমস্যার সমাধান নিয়ে যান এখনি। – by Riadrox

Unnamed

[Full Tutorial][Mega Post] IMEI সংক্রান্ত প্রায় সবগুলো সমস্যার সমাধান নিয়ে যান এখনি। – by Riadrox

Introduction

## IMEI এর সমস্যা বেশিরভাগ এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই একটা অসস্তিকর সমস্যা।

## নানা কারনেই IMEI নং Invalid হয়ে যেতে পারে। তার মধ্যে কিছু —

** ভুল রিকভারি ইনস্টল করা।
** কাস্টম রম ইনস্টল করা।
** পোর্ট ছাড়া কাস্টম রম ইনস্টল।
** ভুল কার্নেলসহ বুট ইমেজ আপডেট।
** মোবাইল ফ্লাশ করা

## আজকের পোস্টের মাধ্যমে সব ফোনের IMEI হয়ত ঠিক করা যাবে না। তবে আমার বিশ্বাস বেশির ভাগই কাজ করবে। আপনারা না চেষ্টা করেই উরাধুরা চিল্লাচিল্লি করবেন না।


( যদি আপনার IMEI জানা থাকে – 1)
————————————–

1) Mobile Uncle Tools ওপেন করুন। এরপর Engineer Mode > (Mtk) তে যান।

2) Connectivity >> CDS Information >> Radio Information এ যান।

3) Phone 1 Select করে যেখানে At+ লেখা ঐখানে AT+EGMR = 1,7,”First Imei number” লিখুন।

4) Send AT বাটনে ক্লিক করুন।

5) Phone 2 Select করে যেখানে At+ লেখা ঐখানে AT+EGMR = 1,10,”Second Imei number” লিখুন।

6) Send AT বাটনে ক্লিক করুন।


( যদি আপনার IMEI জানা থাকে – 2)
————————————–

1) Imei Fix Apkডাউনলোড করে ইনস্টল করুন।

2) 1st Box ও 2nd Box এ IMEI No দিয়ে Apply new Imei দিন।

3) ফোন রিবুট করুন। কাজ হয়ে যাবে।


( যদি আপনার IMEI জানা না থাকে)
————————————–

1) Imei Fix Apk ওপেন করুন।

2) Generate Random Imei এ ক্লিক করুন। নতুন দুইটা IMEI সিলেক্ট হবে। Apply new Imei দিন।

3) ফোন রিবুট করুন। কাজ হয়ে যাবে।


( কাস্টম রম দেওয়ার পর হাজার চেষ্টাতেও যখন IMEI ঠিক হয় না।)
————————————–

১) নিচ থেকে ফাইল দুটি রিকভারি (CWM/TWRP) থেকে ইনস্টল দিন।

Patch IMEI Fixing Tool Zip

MTK Nvram Fixing Tool Zip

২) ফোন রিবুট হলে যদি আপনার কাছে Mobile Uncle Tools এর ব্যাকআপ দেওয়া সেই Imei bak ফাইলটি থােক তাহলে রিস্টোর করুন।

কাজ হয়ে যাবে।

৩) যদি, Mobile Uncle Tools এর ব্যাকআপ দেওয়া সেই Imei bak ফাইলটি না থাকে তবে,

4) Imei Fix Apk ওপেন করুন।

৫) Generate Random Imei এ ক্লিক করুন। নতুন দুইটা IMEI সিলেক্ট হবে। Apply new Imei দিন।

৬) ফোন রিবুট করুন। কাজ হয়ে যাবে।

IMEI ঠিক হইছে কি হয়নি তা *#06# ডায়াল করে দেখে নিবেন। ঠিক না থাকলে Invalid দেখাবে। নেটওয়ার্ক আসবে না।

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: Riadrox on FB