Site icon Trickbd.com

Philz Touch Recovery তে খুব সহজেই Screenshot নিন। (With Screenshot) #By AK

Unnamed

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহ্‌ এর রহমতে ভালই আছি।

আমি নতুন ট্রেইনার। তাই ভুল হলে ক্ষমা করবেন।

আজ দেখাব কিভাবে Philz রিকভারি তে স্ক্রিনশট নিবেন।
অনেকেই এটা জানতে পারেন। কিন্তু অনেকেই জানে না।
যারা জানেন তারা দূরে থাকুন।
অনেকেই ভাবেন যে রিকভারি তে স্ক্রিনশট নেয়া যায়না।
কিন্তু এটা ভুল ধারনা।
যেভাবে Philz Recovery তে Screenshot নিবেন
প্রথমে Philz Recovery তে প্রবেশ করুন।

তারপর Recovery Settings এ যান

এখান থেকে GUI Preference এ যান

তারপর Gesture Action Setup এ যান

এখানে কয়েকটা অপশন থাকবে।
সেখানে Double Tap নামের অপশন টি তে Screenshot করে দিন।

কাজ শেষ। এখন Recovery এর যেকোনো খালি জায়গায় ডাবল ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যাবে।
সেগুলো পাবেন আপনার sdcard এর /clockworkmod/screen_shot/ ফোল্ডার এ।

আজ এ পর্যন্তই।

Hold Here

সমস্যা হলে কমেন্ট করবেন।
আমাদের সাথেই থাকুন।