[MT6572][4.2.2] SillyKat No Bug KitKat স্টাইল কাস্টম রম জেলিবিন ডিভাইসের জন্য। Bug Fix ট্রিক by Riadrox
Introduction
## রম ডাউনলোড দেওয়া আর চালিয়ে দেখা আমার নেশা। ট্রিকবিডি থেকে যে অর্থ আসে তা দিয়ে নতুন রম ডাউনলোড করি।
## এ পর্যন্ত ৯০+ রম ইনস্টল করেছি, আরও করব আর গুনতে থাকবো। ১০০ টা হলেই অন্য চিপসেটের রম দেওয়া শুরু করব।
## এখন প্রশ্ন উঠতে পারে,, আপনি এতো রম চালাইছেন, আর শেয়ার করেছেন মাত্র ১০/১৫টা , কেন?
## আমি রম ইনস্টল দেই। বাগ থাকলে দুর করার চেষ্টা করি। না পারলে শেয়ার করিনা।আবার ভালো না লাগলেও শেয়ার করিনা।
## আমি আজে বাজে রম দেব না। আরও একটু কথা বলি, কিছু মনে করবেন না। কাস্টম রমের পেছনে আমার ৩০-৩৫ জিবি নেট খরচ হইছে। (এ পর্যন্ত) টাকাও খরচ হয়েছে প্রচুর।
## আর কোনো Author এত টাকা খরচ করেনি। আমি করেছি, তাও আপনাদের জন্য।
## আপনাদের দেওয়া ক্লিকে আমার সাইট থেকে যা আয় হয় তার সাথে আমি কিছু দিয়ে MB কিনি।
## হয়ত বেশি বলে ফেললাম। ক্ষমা করবেন। জাস্ট জানালাম। অনেকে মনে করেন পোস্ট করা খুব সহজ ব্যাপার। একটা পোস্টের পেছনেও টাকা খরচ হয়, খরচ হয় সময়ও। নিজের আগ্রহটা বাড়িয়ে দিতে পোস্টের পাশে by Riadrox লাগিয়ে দেই।
## এটা না করলে হয়ত অনেক আগেই পোস্ট করা ছেড়ে দিতাম।
## এবার যাই মূল প্রসঙ্গে। আধুনিক এ যুগে সবাই চায় আধুনিক কিছু। তবে একসময় পুরাতনটাও ফিরিয়ে দেখতে মন চায়। কারণ Old is Gold
## আর তাই তো কাস্টম রম ইউস করতে করতে অনেকে স্টক রমে ফিরে যেতে চান।
## অনেক Marshmallow, Lolipop কাস্টম রম ইউস করছেন। আজ না হয় আর একটু পিছিয়ে এসে Kitkat রম ইউস করুন।
,
,
,
,
,
,
Silikat KitKat Custom Rom V2 Bug Fixed
## Super Smooth
## Simple KK Themed
## Camera Bug Fixed
## PowerAmp Music Player
## DSLR Camera
## KK Dialer & Contacts
## Ownerinfo Added in Notification Panel
## Rom Tewak Menu Added In Settings
## Battery Icon Mod In Settings
## Seeder Added To Reduce Lags
## Density Changer
## Internet Speed Meter
## Titanium Backup, Shareit & Viper4Android Added
## 8MP Camera
## New Launcher
## Awesome LockScreen. Just swipe down to lock the screen
## More,,,,,,,
,
,
,
,
,
,
,
$creen$hots
,
,
,
,
,
,
Download Link
Sillykat Kitkat V2 Bugfree Custom Rom (Google Drive)
How To Port
##
রম Zip ফাইল থেকে Boot ইমেজটা আপনার ফোনের Boot ইমেজের সাথে রিপ্লেস করুন
Zip এক্সট্রাক্ট করতে Zarchiever ইউস করুন।
পোর্ট বাদ দিন এই ট্রিক কাজে লাগান (পোর্ট এর বিকল্প)
** স্ক্রিনশটগুলো আমার ফোন থেকে তোলা।
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox