[MT6572][4.2.2][Full Bugless] Samsung Galaxy Note III কাস্টম রম নিয়ে নিন Symphony W85 এর জন্য+ All mt6572 Users Can use [Updated Free Link]
..
#Intro-
Hello Friends! আজকে নিয়ে আসলাম mt6572 , 4.2.2[JellyBean] ইউজারদের জন্য অস্থির সুন্দর সম্পূর্ণ বাগলেস একটা কাস্টম রম। ?
এই রমটা Symphony Xplorer W85 ইউজারদের জন্য তৈরি। তবে Mt6572, 4.2.2 ভার্শনের যেকোনো ফোনে এটা ইউজ করতে পারবেন।
রমটা অামার ফোনে ইন্সটল দেওয়া সবচাইতে সুন্দর, স্মুথ, বাগলেস কাস্টম রম। আজ পর্যন্ত কোন রমই আমি ১০০% বাগলেস পাইনি। ক্যামেরা প্রবলেম/ফ্ল্যাশলাইট প্রবলেম একটা না একটা থাকেই। কিন্তু আমার ফোনে ইন্সটল দেওয়া 40+ রমের মধ্যে এটাই আমার কাছে বেস্ট। নিয়ত করেছি এটাই এখন থেকে স্টক রম হিসেবে রাখবো।?
আগেই বলে নিচ্ছি এই রমটা হয়তো আপনি গুগলে পাবেন। কিন্তু এই রম নিয়ে কোন বাংলা পোস্ট হয়নি আজ পর্যন্ত। আর সবচেয়ে বড় কথা হলো এই রমের লিংকটা পেতে আমাকে যে কষ্টটা করতে হয়েছে সেটা আপনারা রমটা গুগলে সার্চ করলেই বুঝবেন। কারণ কোথাও এর ফ্রি লিংক নাই। রেজিস্ট্রেশন /এড প্রবলেম Bla bla bla.. ?
তো রমটার যে এত সুনাম করতেছি চলুন এক নজরে এর ফিচারগুলো দেখে আসি।
Features:-
- Full Galaxy Note III UI.
- Smoother than symphony w85 stock rom.
- Pre Rooted
- Multi Window
- Smart Pause
- Air Gesture
- Xposed+Xposed App Setting
- More Free Ram
- Gaming Rom
- Many Tweaks Added.
- Gapps Added.
- Samsung KeyBoard Added.
- Google Speech to Text(that’s not on W85 stock rom)
- Samsung Apps Added.
- Advanced Look
- & Manu More…..
Some Screenshot —
Install Process For W85 :-
- প্রথমে নিচের লিংক থেকে রমটা ডাউনলোড করে নিন।
- Download Samsung Galaxy Note III Custom Rom For Symphony w85
- এবার Symphony W85 ইউজাররা সরাসরি রমটা কাস্টম রিকোভারী থেকে ইন্সটল করুন। এজন্য প্রথমে আপনার ফোনের রিকোভারী মোডে যান তারপর সেখান থেকে ধাপে ধাপে এগুলো করুন- Wipe Data Factory Reset, Wipe Cache Partition, Format Data, Format System, Format Cache, Wipe Dalvik Cache..
- তারপর Reboot System Now দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন।
- Then Enjoy…..
?
Install Process For Others:-
- প্রথমে আপনার ফোনের স্টক Boot.img এর সাথে কাস্টম রমের Boot.img রিপ্লেস করুন। বুট ইমেজ রিপ্লেস করতে RiadRox ভাইয়ার এই পোস্ট ফলো করুন।(লিংক ১ম কমেন্টে)
- পোর্ট টোট করা লাগবেনা। পোর্টের বিকল্প হিসেবে RiadRox ভাইয়ার এই পোস্টটা ফলো করুন। (লিংক ২য় কমেন্টে)
- Enjoy Now!!! ?
#বিঃদ্রঃ স্ক্রিনশট গুলো আমার ফোন থেকে তোলা। আর স্ট্যাটাস বারের টুইক্স গুলা Gravity দিয়ে করা। ?
পোস্টটি ভালো লাগলে একটা থ্যাংকস দিয়েন। কোনো সমস্যা হলে তো কমেন্টবক্স আছেই। ?
আরেকটা কথা আপনারা হয়তো ভাবতেছেন আমি Riadrox ভাইয়ার স্টাইল কপি করি। আমি উনার একজন খু্ব বড় ফ্যান + উনি আমার বড়ভাই। তাই কেউ বাজে মন্তব্য করবেননা। ?
#Credits:-
- Dr.Jakir (This Rom’s Maker).
- Riadrox Vaiya( Porting Helper)
- Oliur Rahman Miraz(Writter & Publisher).
আজ এ পর্যন্তই। আবার আসব নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং মোস্টলি ফুর্তিতে থাকবেন। ?