Site icon Trickbd.com

Custom Rom এর NO SIM CARD সমস্যার সমাধান

Unnamed

আসসালামু আলাইকুম….
সবাই কেমন আছেন….?
আজ আমি অনেক একটি পরিচিত সমস্যার সমাধান নিয়ে আপনাদের কাছে এসেছি….
অনেক সময় কাস্টম রম ইন্সটল দেওয়ার পর ফোনের সিম কার্ড হারিয়ে যায়….
এমত অবস্থায় আপনি আপনার ব্যাকআপ রাখা স্টম রম রিস্টোর RESTORE করলে ঠিক হতে পারে….
আর যদি না হয়, তাহলে কি করবেন…..?
.
অবশ্য এই সমস্যা টা আমার হয়েছিল।।।। আমি পোর্ট না করে রম ইন্সটল দেওয়াই আমার ফোনের সিম কার্ডের নেটওয়ার্ক চলে গিয়েছিল, যার ফলে আমার মোবাইল এ আর নেটওয়ার্ক আসত না…. যেমন টা এই রকম….

.

তো তারপর তো অনেক বিপদ… সিম Sim পায়না…. কি করব…
তারপর অন্য মোবাইল দিয়ে নেটে অনেক ঘাটাঘাটি করলাম তাও কোন সমাধান পেলাম না….
তারপর নিজেই একদিন সমস্যার সমাধান করে ফেললাম…. তখন আর আমার খুশি দেখে কে….
..

তো শুরু করা যাকঃ-


১=প্রথমে আপনার ব্যাকআপ রাখা স্টক রম থেকে System/Etc ফোল্ডারে যান….

বিঃদ্রঃ= যদি স্টক রম ব্যাকআপ না থাকে তাহলে কি করবেন….?


তো স্টক রম এর ব্যাকআপ না থাকে, তাহলে আপনি আপনার ফোনের চিপসেটের Same চিপ্সেটের অন্য যেকোন ফোন থেকে System/Etc ফোল্ডার টা কপি করে নিন……
২=এবার আপনি ROOT EXPLORER দিয়ে আপনার কপি করা System /Etc/Firmware ফোল্ডার টি আপনার ফোনের System/Etc/Firmware ফোল্ডারটি রিপ্লেস করুন….।

.

3.এবার রিবুট করুন……!
.
অন হলে দেখুন নেটওয়ার্ক শিওর পাবে..

আশা করি সবাই বুঝতে পেরেছেন…
কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন…
ধন্যবাদ….