Site icon Trickbd.com

[Hot post]আর নই Mtk Droid Tools এখন আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন যে কোন চিপসেট এবং যে কোন ভার্সন এর কাস্টম রিকুবেরি_Full Method_Posted by os

Unnamed

প্রথমেই আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভাল আছি।

আজকে আমি আপনাদের কে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল এর জন্য কাস্টম রিকুবেরি বানাবেন,যে কোন ভার্শন এর যে কোন চিপসেট হলেই হবে।

ট্রিকবিডিতে এর আগে একটা পোস্ট হয়েছিল যেটা করেছি রিয়াদ ভাই।ওই প্রসেস এ কেউ বানাতে পেরেছেন কিনা সন্দেহ।নেটে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে Mtk droid tools শুধ JB এর জন্য।তাও আবার সবার মোবাইলে কাজ করে না।প্রাইবেশির ভাগ মোবাইল এ ই কাজ করে না।আমি আমার আগের ২ টা কিটক্যাট মোবাইল এ কত যে চেস্টা করলাম আল্লাহ ই জানে কই পারলাম না ত।আরো অনেকই আছেন ওই প্রসেস এ পারেন নাই।আরেক টা ভুল কথা রিয়াদ ভাই বলেছেন যে ওই প্রসেস এ নাকি যে কোন চিপসেট এ কাজ করবে।আরে ভাই MTK এর মানে কি Mediateak….তাহলে ওইটাই অন্যচিপসেট কাজ করবে কেন।

দেখেন রিয়াদ ভাই এর কমেন্ট।

Mtk Droid Tools রিকবেরি বানানোর সমই স্টক বুট ইমেজ থেকে কিছু ফাইল দরকার পরে।ধরুন আমার মোবাইল spreadtrum sc7731 আমার চিপসেট এর বুট ইমেজ এর সাথে ত Mtk এর বুট ইমেজ মিলবে না।

এখন সবার প্রশ্ন একটাই যে আমি আজকে যেই প্রসেস টা দিবো ওইটাতে কি সবার কাজ করবে?


হুম,আমি যেই প্রসেস টা দিবো ওইটা দিয়ে সবাই পারবেন,তবে আমি যেইভাবে বলব সেইভাবে কাজ করতে হবে।

১ম ধাপঃ


প্রথমে আপনার মোবাইল এর স্টক রিকুবেরি ইমেজ লাগবে।রুট করা থাকলে ফ্লাসিফাই দিয়া ব্যাকআপ রাখুন।আর রুট করা না থাকলে স্টক রম টা নেট থেকে ডাউনলোড করে ওইখান থেকে স্টক রিকুবেরি টা বের করবেন।

২য় ধাপঃ


ধরুন আপনার মোবাইল Mt6580 Os:4.4.2।এখন আপনার এরকম একটা মোবাইল এর কাস্টম রিকুবেরি খুজে বের করতে হবে যার চিপসেট হলো mt6580 os 4.4.2.মেডিয়াটেক রা যে কোন একটা কাস্টম রিকুবেরি বের করলেই হলো তবে চিপসেট আর ভার্শন অনুযায়ী বের করলে ভাল হই।

তাহলে শরু করা যাক!


প্রথমে নিচ থেকে Carlib Image Kitchen ডাউনলোড করুন।

Download Now

প্রথমে Zip ফাইল টা এক্সট্রাক্ট করুন।

তারপর নিচের ফাইল গুলি পাবেন।

Recovery-Resurces এ আপনার স্টক রিকুবেরি টা কপি/মোভ করুন রিকুবেরিটার নাম যেন অবশ্যই Recovery.img হই।

তারপর ব্যাক এ এসে cmd.exe তে ডুকুন,নিচের মত আসবে।R type করে Enterpress করুন।

তারপর 1 Press করে Enter press করুন।

তারপর 1 চাপুন।

তারপর Unpcaked হবে রিকুবেরি টা ব্যাক এ এসে দেখবেন Recovery নামে একটা ফোল্ডার এসেছে ডুকে Ramdisk বাদে যতগুলা ফাইল আছে ওইগুলা কপি/মুভ করেন.

এটাই হচ্ছে split.img এটা আমরা স্টক থেকে কাস্টম রিকুবেরি তে রিপ্লেস করব।

৩য় ধাপঃ


ঠিক স্টক রিকুবেরিটার মতই কাস্টম রিকুবেরি টা Unpcak করেন।তারপর Ramdisk বাদে সব গুলা ফাইল ডিলিট করে দেন।
তারপর Stock রিকুবেরি থেকে আমরা যেই ফাইল গুলা কপি করেছিলাম ওই গুলা আবার Carlib image kitchen এ গিয়ে Recovery তে গিয়ে Paste করে দিন।
তারপর আবার cmd.exe ওপেন করেন।R tyepe করে Enter এ চাপুন।

তারপর 1 tyepe করে Enter এ চাপুন.

তারপর নিচের মত করে 2 press করেন।

তারপর দেখবেন Repacked হয়েগেছে।

শেষ ব্যাক এ এসে Outpot এ যেই রিকুবেরি টা থাকবে ওইটাই আপনার মোবাইল এর রিকুবেরি।


Screenshoots গুলি আমার পিসির।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

This Post credit By Yeasin

Exit mobile version