আসসালামুয়ালাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন সবাই।
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি সহজ পদ্ধতি,যার মাধ্যমে আপনারা Root Permission ছাড়াই boot img/kernel port করতে পারবেন।
***যারা custom rom/kernel সম্পর্কে জানেন,বা রম পোর্ট করেন,তাদের জন্যই মুলত এ পোস্ট টা করা হয়েছে।***
তাহলে শুরু করা যাক:
#প্রথমে আপনার Sd Card এ দুইটা ফোল্ডার বানান।
*Boot_IMG_Stock
*Boot_IMG_Port নামে।
এরপর Boot_IMG_Stock ফোল্ডারে আপনার ফোনের স্টক রম/অরিজিনাল boot.img টা কপি করে নেন।
একইভাবে আবার Boot_IMG_Port ফোল্ডারে যে রম টা পোর্ট করবেন,সেই রমের boot.img টা কপি করে নেন।
#এরপর Play Store থেকে নিচে স্ক্রিনশটে দেওয়া অ্যাপ টা ইন্সটল করে নেন। (12 MB)
এরপর অ্যাপ টাতে যান,যাবার পর (+) আইকনে ক্লিক করেন।
এবার Unpack/Mount এ যান,
এরপর Boot_IMG_Stock এ গিয়ে সেই boot.img টা সিলেক্ট করেন
।
সিলেক্ট করারপরে ৪/৫ সেকেন্ট অপেক্ষা করলে দেখবেন boot img unpack হয়েছে।
এরপর split_img ফোল্ডারে যান,
#এখানে ৯ নাম্বার ফাইল (boot.img-zImage) টা longpress করে export করেন।
export করে Boot_IMG_Stock ফোল্ডারে রাখবেন।
এরপর আবার back এ এসে (+) আইকনে ক্লিক করে Cleanup দিবেন,সব মুছে যাবে।
#তারপর একই নিয়মে Boot_IMG_Port এর boot.img টা unpack করবেন।
unpack করার পর split_img তে যাবেন।
তারপর সেইখানের ৯ নাম্বার ফাইল (boot.img-zImage) টা longpress করে ডিলেট করবেন।ডিলেট করারপর আবার (+) আইকন এ ক্লিক করে Import এ যাবেন।আবার সেই Boot_IMG_Stock folder থেকে এই দুইটা ফাইল import করবেন।
import করারপর back এ এসে আবার (+) আইকনে ক্লিক করে Repack এ ক্লিক দিবেন।এরপর ৯/১০ সেকেন্ড সময় নিয়ে boot image repack হবে।
এরপর পোর্ট হওয়া boot.img টা image-new.img নামে থাকবে।
তারপর সেটা longpress করে export করবেন Boot_IMG_Port ফোল্ডার এ।
এরপর যেকোনো ফাইল ম্যানেজার দিয়ে image-new.img থেকে boot.img তে rename করবেন।
#ব্যাস,হয়ে গেলো আপনার boot.img ported 🙂
#এবার কাস্টম রম এ এই boot.img add করে রম ফ্লাশ দিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে,পোস্ট টা পড়ার জন্য