Site icon Trickbd.com

[No Root] এবার boot.img/kernel Port করুন একদম সহজ মাধ্যমে

আসসালামুয়ালাইকুম


সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন সবাই।


আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি সহজ পদ্ধতি,যার মাধ্যমে আপনারা Root Permission ছাড়াই boot img/kernel port করতে পারবেন।


***যারা custom rom/kernel সম্পর্কে জানেন,বা রম পোর্ট করেন,তাদের জন্যই মুলত এ পোস্ট টা করা হয়েছে।***


তাহলে শুরু করা যাক:

#প্রথমে আপনার Sd Card এ দুইটা ফোল্ডার বানান।

*Boot_IMG_Stock

*Boot_IMG_Port নামে।

এরপর Boot_IMG_Stock ফোল্ডারে আপনার ফোনের স্টক রম/অরিজিনাল boot.img টা কপি করে নেন।

একইভাবে আবার Boot_IMG_Port ফোল্ডারে যে রম টা পোর্ট করবেন,সেই রমের boot.img টা কপি করে নেন।

#এরপর Play Store থেকে নিচে স্ক্রিনশটে দেওয়া অ্যাপ টা ইন্সটল করে নেন। (12 MB)

এরপর অ্যাপ টাতে যান,যাবার পর (+) আইকনে ক্লিক করেন।

এবার Unpack/Mount এ যান,

এরপর Boot_IMG_Stock এ গিয়ে সেই boot.img টা সিলেক্ট করেন

সিলেক্ট করারপরে ৪/৫ সেকেন্ট অপেক্ষা করলে দেখবেন boot img unpack হয়েছে।

এরপর split_img ফোল্ডারে যান,

#এখানে ৯ নাম্বার ফাইল (boot.img-zImage) টা longpress করে export করেন।

export করে Boot_IMG_Stock ফোল্ডারে রাখবেন।

এরপর আবার back এ এসে (+) আইকনে ক্লিক করে Cleanup দিবেন,সব মুছে যাবে।

#তারপর একই নিয়মে Boot_IMG_Port এর boot.img টা unpack করবেন।

unpack করার পর split_img তে যাবেন।

তারপর সেইখানের ৯ নাম্বার ফাইল (boot.img-zImage) টা longpress করে ডিলেট করবেন।ডিলেট করারপর আবার (+) আইকন এ ক্লিক করে Import এ যাবেন।আবার সেই Boot_IMG_Stock folder থেকে এই দুইটা ফাইল import করবেন।

import করারপর back এ এসে আবার (+) আইকনে ক্লিক করে Repack এ ক্লিক দিবেন।এরপর ৯/১০ সেকেন্ড সময় নিয়ে boot image repack হবে।

এরপর পোর্ট হওয়া boot.img টা image-new.img নামে থাকবে।

তারপর সেটা longpress করে export করবেন Boot_IMG_Port ফোল্ডার এ।

এরপর যেকোনো ফাইল ম্যানেজার দিয়ে image-new.img থেকে boot.img তে rename করবেন।

#ব্যাস,হয়ে গেলো আপনার boot.img ported 🙂

#এবার কাস্টম রম এ এই boot.img add করে রম ফ্লাশ দিতে পারবেন।

ধন্যবাদ সবাইকে,পোস্ট টা পড়ার জন্য


আমার ছোট্ট ব্লগটাতে ভিজিট করতে পারেন 🙂

Exit mobile version