Site icon Trickbd.com

[Advice] 512MB র্যামে কোনটা বেস্ট? জেলিবিন না কিটক্যাট? আসুন জেনে নেই। – By Riadrox

Unnamed

অনেকদিন পর, প্রায় ৩-৪মাস পর ট্রিকবিডিতে আমার পোস্ট। এতদিন ট্রিকবিডিকে অনেক মিস করেছি। যদিও মাঝেমাঝে একটু আধটু ভিজিট করেছি।

## আমি মাঝে মাঝেই চেষ্টা করব পোস্ট করার তাই নো টেনশন।

## ট্রিকবিডিতে দেওয়া নির্দেশনাবলি পড়লাম। ভালই লাগল। আমি মেনে চলার চেষ্টা করব। আশা করি সবাই আমার মত মেনে চলার চেষ্টা করবে।

## নিয়মানুযায়ী এখন আর আমার পোস্টের টাইটেলে “By Riadrox” লেখাটি পাবেন না।

→পোস্টে টপিক অনুযায়ী কমেন্ট করলেই শুধু রিপ্লাই পাবেন।

→ব্যাক্তিগত কারণেই আমি মাঝে মাঝে ইনএকটিভ থাকব, তবে হতাশ হবেন না। রিপ্লাই পাবেন।

→ পোস্টের শেষে FB Link দেওয়াই থাকবে কমেন্টে চিল্লাইতে হবে না।

→ পোস্টের কোথাও ভুল থাকলে বা লিংক কাজ না করলে পার্সোনালি না বলে সবার সামনে, অর্থাৎ কমেন্টেই বলবেন।

#### এবার পোস্টের মেইন টপিক এ চলে যাই–

যদিও এখন ৫১২এমবি র্যামের ফোনের যুগ নেই, তবুও অনেক ইউজার আছে যারা এ নিয়ে একটা দ্বিধায় ভোগেন।

##কারণটা হলো ফোনের নতুন আপডেট আসলে আমি কি করব?? কোনটা ভালো হবে কিটক্যাট না কি জেলিবিন নাকি ললিপপ।

## আপনারা এটা নিশ্চয় জানেন যে Software Update দিলে রম আপডেট হয়, Ram হয় না। তাই Ram বাড়বেও না। আর তাই একই Ram এ, নতুন আপডেটেড ভার্সন কাজ করবে কি না এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়।

## আমি এতো এলোমেলো না করে। সংক্ষিপ্ত কিছু কথা নিচে তুলে ধরব যার দ্বারা সহজেই বুঝে যাবেন। বেশি গভীরে গেলে সবাই বুঝবেন না।

” Ram 512MB ফোন আছে যাদের তারা যদি Jellybean ইউজার হন এবং নেটে কিটক্যাট আপডেট আসে তবে কোনো কথা না ভেবে কিটক্যাটে আপডেট করুন। ”

” যদি অলরেডি কিটক্যাট ইউজার হন তবে এর উপরে যদি কোনো আপডেট আসে ললিপপ কিংবা Marshmallow, যাই হোক নতুন ভারসনে আপডেট করেন।”

” আর যদি কোনো আপডেট না আসে তাহলে তো কাজই নেই। “

এবার বলি কেন?

##Jellybean রম Lite আর Speedy মনে হলেও, কিটক্যাট রম বেশি Stable. আর সব ইউজার Stable জিনিসই বেশি চায়।

##Jellybean এ কোনো Kernel সাপোর্ট নেই।তাই VRam, Zram সাপোর্ট পাবেন না। কিন্তু কিটক্যাট কার্নেল এ Zram swap Ram সাপোর্ট থাকায় আপনি বিল্ট ইন ৩০০এমবি Ram Extra পাবেন।

##অর্থাৎ, 512 300=812mb Ram প্রায়। তাই Jellybean এর চেয়ে কিটক্যাটে আপনি ভারি এপস যেমন ফেসবুক,মেসেনৃজার, গেমস, গুগল এপস ভালোমতো চালাতে পারবেন। পাবেন বেটার Ram management।

##এই Zram কিটক্যাট কার্নেলের বড় সাফল্য।

## ললিপপ আপডেটে আপনি এপ্লিকেশন প্যাকেজ আরও স্মুথলু চালাতে পারবেন। এতে Zipalign ফিচার বিল্ট ইন পাবেন। ব্রাউজারে Default Html5 , আপডেটেড Video Codec পাবেন।

যেভাবে চেক করবেন Zram/Swap Ram

## Diskinfo Pro ইনস্টল করে ওপেন করুন। নিচের মত প্রথমটা আপনার ফোনের র্যাম, দ্বিতীয়টা এক্সট্রা র্যাম।

##তাই নতুন এবং আপডেটেড থাকার চেষ্টা করুন।

## এ পোস্টটি Personal Experienced বেজড্। কারও ভিন্নমত থাকলে করার কিছু নেই। আমি কোনো সাইট থেকে কপি করিনি এটাই অনেক।

♣♠♣♠♣♠Special Quotes♠♣♠♣♠♣
” ব্যর্থতা তাদেরই যারা কোনো কিছু একবারও ট্রাই না করেই বলে দেয় যে সেটা কঠিন বা তার দ্বারা হবে না। “

————————————————–

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: Riadrox on FB