## সবাইকে সালাম।
## এর আগে জেলিবিন Device এর জন্য এই পোর্টার টি শেয়ার করেছিলাম।
এবার কিটক্যাটের জন্য শেয়ার করলাম
## আমার কিটক্যাট ফোনে অনেক গুলো রম ইনস্টল করার পর এটা আবিষ্কার করলাম যে, JB এর চেয়ে কিটক্যাটে কাস্টম রম পোর্টে কষ্ট কম।
## কখনও কখনও একদম পোর্ট না করলেও চলে। কেননা, বেশিরভাগ 3.4.67+ কার্নেলের lib ফাইলগুলো সেইম।
## ক্যামেরা, বুট চার্জিং, এগুলোর ঝামেলা বেশি নেই, তাই রম ইনস্টলের পর রিপ্লেসিং খুব একটার দরকার হয় না।
## তবুও,সবগুলো কাস্টম রম থেকে দু একটা করে জ্ঞান নিয়ে, যে ফাইলগুলো পোর্টিং এর ক্ষেত্রে সবচেয়ে জরুরি সেগুলো আজকে শেয়ার করলাম।
### CR Auto Port Tool ###
## প্রথম দিকে অনেক ঝামেলা হত। কাস্টম রম ইনস্টল করার পর পোর্টিং এ কোনো ঝামেলা হলে স্টক রমে ফিরে এসে রম ইডিট করা লাগত।
## কিন্তু এটা পাওয়ার পর তা আর করতে হয়না।
## যারা কাস্টম রমে অভিজ্ঞ তাদের ভেঙে বলার প্রয়োজন নেই, এমনিই বুঝে গেছেন।
যা যা লাগবেঃ
## Mixplorer File Manager (Recommended)
## Stock Rom এ থাকতে হবে, অথবা
অন্য কোনো বাগহীন ইনস্টল করা রম হলেও চলবে।
## CR Auto Root Tool এর Zip File
## যেকোনো কাস্টম Recovery
যা যা করবেনঃ
## CR Auto Root Tool এর Zip File টি ডাউনলোড করে Mixplorer দিয়ে ফাইলটি ওপেন করুন।
## নিচের মত দেখতে পাবেন। এবার ডানপাশে Swipe করে নতুন Tab খুলুন। এবং আপনার ফোনের Stock Boot img টি কপি করে ঐ zip ফাইলটির ভিতরে পেস্ট করুন।
## ঠিক একইভাবে যেসব ফাইলগুলো কপি করতে বলব ঐ Zip ফাইলের ভিতরে গিয়ে পেস্ট করবেন এবং কোনো Action চাইলে Replace এ ক্লিক করবেন।
## নতুন ট্যাব খুলে Root/system/bin ফোল্ডারে যান এবং নিচের ফাইলগুলো কপি করে CR AutoPort এর Zip ফাইলের System/bin ফোল্ডারে পেস্ট করেন।
## এভাবে একে একে নিচের ফোল্ডার ও ফাইলগুলো Zip ফোল্ডারে কপি করেন।
system/lib/hw (full folder)
system/lib/libaudioprimary,so
system/lib/,,,,
system/usr/keylayout/generic.kl
See screenshot:
## সব কপি করা শেষ হলে Zip ফাইল থেকে বের হয়ে আসুন। তৈরি হয়ে গেল আপনার Auto Port Tool
## এখন থেকে প্রতিবার কাস্টম রম ইনস্টল করার পর এ ফাইলটি ফ্লাশ দিবেন।
## কাস্টম রম ডাউনলোড করার পর বুট ইমেজ রিপ্লেস না করেই Directly আপনি এ পোর্ট টুল ব্যবহার করে কাস্টম রমের মজা নিতে পারবেন।
================================================
ধন্যবাদ
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Facebook