Site icon Trickbd.com

CM12.1 Custom Rom For Symphony V45

Unnamed

নিয়ে নিন আপনার Symphony V45 এর জন্য CM12.1 রম আর পান আপডেটেড ভার্ষণ ললিপপ।

আসসালামুয়ালাইকুম আশাকরি সবাই ভাল আছেন। আর থাকবেন না ই বা কেন? ট্রিক বিডি র সাথে থাকলে সবাই ভালই থাকে। ত চলুন কাজের কথায় আসা যাক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি CM 12.1 ROM.আপনারা সবাই জানেন যে CM কে সবচেয়ে ভাল কাষ্টম রম বলা হয়। কেন না এই রম হল এমন রম যা আপনার ফোনের স্টাইল ই শুধু চেঞ্জ করবে না। বরং আপনার ফোনের এন্ড্রয়েড ভার্ষণ ও আপডেট করে দিবে।

শুরুর আগে কিছু কথাঃ

**রম টি ইন্সটল এর পূর্বে অবশ্যই আপনার সম্পূর্ণ ডিভাইস এর ব্যাকাপ নিয়ে নিবেন। যাতে কোন সমস্যা হলে পূর্বের অবস্থা তে ফিরতে পারেন।

**রম ইন্সটলেশন অবশ্যই মোটামুটি এডভান্স লেভেল এর কাজ তাই না বুঝে অনভিজ্ঞ রা চেষ্টা করবেন না।অন্যথায় ফোন ব্রিক হতে পারে।

**আমি কোন ব্রিকড ডিভাইস এর দায় নিব না। তাই যা করবেন নিজ দায়িত্বে করবেন।

রম এর ফিচার সমূহঃ

★Night Mood+ Day Mood
★Super Smoode+Fast
★Xposed Pre installed
★Pree Rooted
★Built in Viper 4 Android
★Built in C apps
★Built in Camu App
★True Android 5.1

★Battery Saving Mood.
★And All Other Lolipop Features.
★Built In Greenify

বাগ সমূহঃ

৪০৪! পাওয়া যায় নি।

ক্রেডিটঃ

★Cyanongen Mood
★Jahid Hasan (Lava Iris 505 DEV)
★Muntasir Mahmud Amit(ME)

ডাউনলোড সমূহ

এখানে ক্লিক করে Gapps ডাউনলোড করুন।
এখান থেকে রম টা ডাউনলোড করুন।

ইন্সটলেশন প্রসেসঃ

১।TWRP তে বুট করুন।
২।Sd card বাদে সব ওয়াইপ করুন।
৩।ইন্সটল সেকশন এ যান।
৪।রম টা সিলেক্ট করে ইন্সটল করুন।
৫।G apps Flash করুন।
৬।ওয়াইপ এ গিয়ে ডাটা ওয়াইপ করুন।

৭।রিবুট এ যান। সিস্টেম রিবুট করুন।

প্রথম বার সিস্টেম বুট হতে(ফোন চালু) বেশি সময় নিবে।


ধন্যবাদ সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই।

যোগাযোগ করতে আমার ফেসবুক প্রফাইল এ নক দিন।