আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।এটা আমার প্রথম কাস্টম রম সম্পর্কিত পোষ্ট।তাই ভুলক্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে আমি আপনাদের জন্য একটি চমৎকার রম নিয়ে এলাম।
রমটি symphony w69q এর জন্য।রমটি ৫১২এমবি র্্যাম এর ফোন এর জন্য।
তাহলে একনজরে রম এর ফিচার গুলো দেখে নিই।
Octos এর ফিচারসমূহ:
- Smooth and stable
- Android 6.0.1 Marshmallow based Rom
- Dual sim card and dual sim 3G
- CM 13 Massages
- CM 13 settings
- CM 13 Dialer
- CM 13 File manager
- CM 13 camera
- CM 13 calendar
- CM 13 launcher
- CM 13 System icon pack
- CM 13 Notification panel
- Adb root
- Screen recording
And many more
Octos bugs:
শুধ ু সেন্সর কাজ কাজ করবে না।
Whats Working:
সবকিছুই সুন্দর মতো চলে।
Some screensort:
নিচের লিংক থেকে রমটি ডাউনলোড করে নিন
Download Rom
গুগল এপস :
Download Gapps
যেভাবে রমটি ইন্সটল দিবেন:
- প্রথমে ফোনটি রুট করবেন।এরপর আপনার পছন্দ মতো কাস্টম রিকভাারি ইন্সটল করবেন।
- এরপর ডাউনলোডকৃত রমটি আপনার SD Card এ রাখবেন।
- এখন ফোন অফ করে power key+volume down key একসাথে কিছুসময় চেপে রাখুন।
- এরপর আপনি ফোনের custom recovery manu তে উপস্থিত হবেন।
- রিকভারি মোডে প্রবেশ করে প্রথমে Wipe & Format Options/Factory Reset/Wipe Cache/Wipe Dalvik এ কাজ গুলো করে নিবেন
- এরপর back করে install zip form sdcard এ প্রবেশ করে sdcard এ রাখা রমটি ইন্সটল করবেন।
এর পর gapps নামক zip file টিও ফ্লাশ করবেন।
সতর্কতা
রম ফ্লাশ করার আগে অবশ্যই স্টক রম backup করে নিবেন।রম ফ্লাশে ফোন ব্রিক হলে আমি এবং ট্রিকবিডি কতৃপক্ষ দায়ী নয়।