Site icon Trickbd.com

নিজেই সকল প্রকার (MTK) Android Mobile ফ্লাশ করুন A To Z টিউটোরিয়াল

Unnamed

নিজেই সকল প্রকার (MTK) Android Mobile ফ্লাশ করুন

বর্তমান সময়ে প্রায় সবাই আমরা Android Mobile ব্যবহার করছি। আর প্রায় সময়ই আমাদের ফোন গুলো সফটওয়্যার ব্রিক বা সফটওয়্যার সমস্যা হয় যার কারনে মেকানিক দোকানে গেলেই ২০০ থেকে ২৫০ টাকা গেচাং দিতে হয়। আজ আমি আপনদের এন্ডোয়েড মোবাইল ফ্লাশ করার A To Z দেখিয়ে দেখবো। আমার এই পদ্ধতিতে আপনে সকল প্রকার mediatik ফোন গুলো ফ্লাশ করতে পারেন।সাধারনত বর্তমান সময়ের ফোনগুলো mediatik chipset এরই হয়ে থাকে। (samsung,spreadtrum,Snapdragon পদ্ধতি আলাদা অন্য সময়ে এই পদ্ধতি দেখাবো)।আশা করে টিউটোরিয়ালটি দেখে আপনারা ফ্লাশ পদ্ধতিটা শিখে যাবেন এবং নিজেই ঘরে বসে যেকোনো Mediatik ফোন ফ্লাশ করতে পারবেন।

যা যা লাগবে

১.mediatik chipset ফোন
২.কম্পিউটার
৩.অরজেনিয়াল usb cable
৪.ফোনের model অনুযায়ী ফ্লাশ ফাইল
৫.MTK Driver-ডাউনলোড করুন
৬.Sp Flash Tool-ডাউনলোড করুন

কাজের ধাপ ১

ফ্লাশ ফাইল ডাউনলোড পদ্ধতি
Google থেকে আপনার ফোনের model এবং সাথে stock rom লিখে search করুন(যেমন symphone p6 হলে google search করুন symphoney p6 stock rom)তাহলে প্রথমেই আপনার ফোনের model অনু্যায়ী ফ্লাশ ফাইল চলে আসবে।
আর তা না হলে নিচের website গুলোতে গিয়েও আপনার ফোনের model খুজে ফ্লাশ ফাইলটা ডাউনলোড করুন
Symphony firmware

Walton Mobile Flash File

Vivo download firmware

Maximus firmware

lenovo firmware

Winmax Flash File

Lava Mobile Flash File

Okapia Flash File

কাজের ধাপ ২

ডাউনলোড করা সকল ফাইল গুলো
MTk Driver
Sp flash tool এবং
ডাউনলোড ফ্লাশ extract করে নিন।

কাজের ধাপ ৩

MTk Driver ফোল্ডারে গিয়ে Driver টা setup করুন যাস্ট (এটা auto driver setup সহজেই setup করতে পারবেন অন্য গুলো ঝামেলাপূর্ণ)

কাজের ধাপ ৪

Sp Flash Tool টা ওপেন করুন এবং flash tool সিলেক্ট করুন স্কিনসট-

দ্বিতীয় বক্সে scater Loading ক্লিক করুন এবং আপনার ফ্লাশ ফাইল ফোন্ডারে গিয়ে android scater সিলেক্ট করে দিন স্কিনসট-


এবার Download অপশনে Format All Download দিয়ে Download icon ক্লিক করুন-

কাজের ধাপ ৫

এবার usb cable এর সাহায্যে আপনার ফোনটা একবার ব্যাটারি খুলে আবার লাগিয়ে না খুলা গেলে দরকার নাই কানেক্ট করুন। দেখবেন ফ্লাশিং শুরু হয়ে যাবে। ১০০% হলে দেখবেন স্কিনসটের মত ঠিক আসবে তাহলেই বুঝবেন ফ্লাশ সম্পূর্ণ হয়েছে –

এবার ফোন খুলে ওপেন করে দেখুন আপনার ফোনটা পুরো নতুন অবস্থায়।

কোনো রকম সমম্যা হলে বলবেন সাহায্য করার চেষ্টা করবো

ভিডিও দেখে নিন সহজ হবে