Rooted user দের আবশ্যই custom ROM use করার ইচ্ছা জাগে । আনেকে পারেন আনেকে পারেন না । মূল কথা হচ্ছে modification । ব্রিক করার ভয়ে আনেকেই হয়ত নিজের হাতে Port করা রম ছাড়া কাষ্টম রম ব্যবহার করতে ইচ্ছুক নন।
Custom ROM কিন্তু দুইভাবে থাকতে পারে
১ম. app bin firmware etc ইত্যাদি file আকারে
২য়. system.new.dat আকারে
আজকে আপনাদের শেখাব কিভাবে (২য়) আকারের file ১ম আকারে নিবেন ।
বিঃদ্রঃ এটা মোবাইল দিয়েও করা যায় সেটা পরে শেয়ার করব। এখন PC এর টা শেখাব ।
তো প্রথমে আপনাদের নিচের software গুলো Download করে PC তে install করতে হবে।
1. Python এটা Windows এর জন্য।
অবশ্যই python 2.7.x এবং 3.6.x দুইটাই install করবেন । 2.7.x install করার সময় Advanced options থেকে Compile .py files to bytecode এর box এ টিক দিবেন
এই লিঙ্ক থেকে অন্যোরা download করে নিন Python install এর নিয়ম না জানলে আমার প্রোফাইল থেকে জেনে নিন।
3. System extractor master
তারপর System extractor maste.zip file extract করুন।
তারপর আপনার system.new.dat, file_contexts, ওfiles.list ইত্যাদি file যেখানে extractor.exe file টি আছে সেখানে কপি করুন ।
বিঃদ্রঃ file গুলো move করবেন না । কারন extract করার পর সেগুলো ডিলিট হয়ে যাবে । তাই সাবধান।
তারপর extractor open করে 1
তারপর 1 চেপে enter আবার enter ।
কাজ শেষ হলে আবার enter।
তারপর window টি কেটে দিন ।
ঐ fileএর System_ file এ আপনার app firmware etc file খুজে পাবেন ।
ঐটা port করার পর zip Compress করে flash দিতে পারবেন।
Now you are a advanced custom ROM user.