Site icon Trickbd.com

[MT6572] [4.4.2] AOSP JDCT, একটি বাগলেস স্ট্যাবল নুগাট রম।

Unnamed

আসসালামু আলাইকুম।

হ্যালো ভিউয়ার, কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।
আজ আপনাদের সামনে নিয়ে এলাম একটা বাগলেস স্ট্যাবল একটি নুগাট রম। রমটি চমৎকার স্মুথ, ডেইলি ইউজ করার উপযোগী। যদিও এটা Lava iris505 এর জন্য পোর্ট করা তবুও এটা পোর্ট করে অন্য mt6572 (4.4.2) ফোনেও চালাতে পারবেন।

তবে বিশেষ অনুরোধ, সম্পূর্ণ পোস্ট পড়ুন।

Rom Information:

== Name: AOSP JDCT.

== Size: 250+ MB.

== Status : Stable.

== Rom OS Version: 7.1.2 (Nougat)

== Credit :

SM Nahid Emon (MT6582)

SaMad SegMane (MT6572)

SR Suzon (Me) (MT6572 & Rom Porter)

And All other who developed the rom.

== Bugs:

VPN ( Unfixable)

== Fixed:

Storage (Both working)
Video Recorder.
Rill (Call and data)
FM Radio.
Improvement of stability.

Pre Rooted.
And Much More.

== Added by me:

New Bangla font.

New emoji.

Play Store Working.

Ported for Lava iris505

Requirement For Installation :

এই সকল ফিচারের ফোনে রমটি ইনস্টল করা যাবে।
== Chipset : MT6572.
== Stock Android Version : 4.4.2 (Kitkat)
== Bootloader : Unlocked.
.

Screenshot of Rom:











Download Link:

Rom Link: Mega (Skip Ad)

GAPP : Click here

Xposed : Click Here

বেটার পারফরম্যান্স এর জন্য:

অমিত ভাইয়ের এই টিউটোরিয়াল দেখুন, 100% সফলতা পাবেন।

Guide for iris505:

এই রমটি iris505 ইউজার গণ ডাউনলোড করে সরাসরি ইনস্টল করতে পারবেন। এরজন্য রিকভারি হিসেবে PhilZ বা TWRP 3.x.x ইউজ করতে পারেন। Gapp নিজেকেই দিতে হবে।

Guide for All other user:

যারা পোর্ট করতে পারেন, ডাউনলোড করে নিজের জন্য পোর্ট করুন। তবে মনে রাখবেন বুট পোর্ট করতে হবে।
অথবা শীঘ্রই পোর্ট করার জন্য টিউটোরিয়াল নিয়ে আসতেছি।

শেষ কথা:

নুগাট রমে কিছু সিম্পল বাগ পাবেন, সেটা হয়ত কোন ব্যাপার না।
কোন ভুল ত্রুটি হলে মার্জনা করবেন।
সবাই ভাল থাকুন, সুস্হ থাকুন , আর টেকনলজির সাথেই থাকুন।
ধন্যবাদ।

প্রশ্ন থাকলে কমেন্ট বক্স অথবা

ফেসবুকে আমি।