Site icon Trickbd.com

[MT6572][4.4.2][kk] Stock AOSP Mod Gaming + Multitasking Custom Rom + Full Bugless কাস্টম রম ইউস করুন আপনার ফোনে।

Unnamed

Introduction

## আমরা যারা প্রায়ই নতুন নতুন কাস্টম রম ট্রাই করি, আমাদের কাছে একটাই Fact. আর তা হলো স্টক রমের উপরে কিছুই নেই।

## অর্থ্যাৎ যতই কাস্টম রম ইউস করেন না কেন স্টক রমের জায়গা কেউ নিতে পারবে না।

## কিন্তু খুব সহজেই এই ফ্যাক্ট কে বদলানো যায় যদি কোনো ভাবে অন্য ফোনের স্ট্যাবল আর বাগলেস স্টক রম আপনার ফোনে কাস্টম রম হিসেবে ব্যবহার করা যায় তবে।

## আজ আমি সেই রমই শেয়ার করতে যাচ্ছি যা অন্যান্য স্টক রম বা কিটক্যাট বেজড্ রম থেকে সর্বসেরা এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একদম পারফেক্ট।

আমার Experience:

আমার ফোন Lava iris 250 Kitkat Mt6572… অফিসিয়াল স্টক রমে ছিলাম।
স্টক রমে গেমিং করা যায় কিন্তু একটু স্লো হয়। ভিডিও 720p দেখা অনেক কষ্টকর। 1080p তো ওপেন হতেই অনেক সময় নিত। আর সাউন্ডের অনেক ঝামেলা হতো। শুধু সিম-১ এ 3G ইউস করা যেত।

## কিন্তু গতকাল এই রমটি ইনস্টল দেওয়ার পর আগের স্টক রমের ফুল /data ব্যাকআপ TWRP থেকে রিস্টোর করেছিলাম। যেহেতু গুরুত্বপূর্ণ এপ এবং ডাটা ছিল (দৈনন্দিন ব্যবহার্য)
এবং অবাক করার মত দেখলাম আগের চেয়ে ফোন তাড়াতাড়ি বুট হলো। এরপর দেখি ১০৮০p ভিডিও নির্দিধায় দেখা যাচ্ছে। সেটিং এ গিয়ে দেখি দুই সিমেই 3G আর গেম খেলে দেখি ভালোমতোই খেলা যায়। ওল্ড ওপেরা মিনির বাংলা লেখা ফিক্সড্, আর কি লাগে!

## TWRP থেকে আগের স্টক রমের ব্যাকআপ ডিলিট দিলাম। কারণ এখন থেকে এটাই আমার স্টক রম। ?

Requirements

Rom Chipset: Mt6572
Kernel: 3.4.67
Android Version: Kitkat (4.4.2) KK
(এই Requirement এর সকল ফোনের জন্য।)

কাস্টম রমের নাম: STOCK AOSP MOD

Features

** Full Smooth Rom

** Deodex

** Dual 3g

** Battery Saving (Better than Stock) [15% চার্জে ১ঘন্টা গান শোনা + ফেসবুকিং করছি।]

** Full Stock UI

** Pre-Installed Viper4Android

** Dynamic Status Bar + Navigation Bar

** Auto Execute Tweak Scripts

** Gaming Rom + Multitasking Rom

** Listview Animation

** GravityBox Support

** Rooted!

** More… ??

বাগ

নেই।

স্ক্রিনশট 

ডাউনলোড

Rom Aosp MoD.zip (Mega) [Link Fixed]

ইনস্টল ও পোর্টিং

## ইনস্টল করার পূর্বে অবশ্যই নিচের পোর্ট এর কাজ করে নিবেন।

## দয়া করে কেউ অটো পোর্ট ইউস করবেন না!

পোর্টিংঃ

## প্রথমেই রমটি Extract করুন।

## Boot.img এর সাথে স্টক এর boot.img রিপ্লেস করুন।

## system/etc/firmware ফোল্ডার ডিলিট করে Stock এর system/etc/firmware কপি করুন।

## stock/system/etc/mddb/ এর কোনো ফাইল থাকলে সেগুলো কাস্টম রমের etc/mddb তে আনুন। আগেরগুলো ডিলিট করার দরকার নেই।

## lib/hw এর পুরো ফোল্ডার রিপ্লেস।
lib/cameracustom
libMali.so
libaudioprimarydefault.so
libbluetoothmtk.so

এগুলো রিপ্লেস করুন।

## Build.prop ইডিট করুন আর।

## ro.sf.hwrotation=180 আছে 0 করে দিন। অথবা আপনার স্টক build.prop এ 0 না 180 কোনটা আছে সেটা দেখে নিয়ে ইডিট করুন।

## qemu.hw.mainkeys=0 আছে 1 করে দিন।

## পুনরায় Zip করে রিকভারিতে গিয়ে ফ্লাশ দিন।

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox

############################################

ধন্যবাদ।

??❤????⏰???⚽?⚾????✈??????????????????

## by Riadrox

যোগাযোগঃ

ই-মেইলঃ riadrox@gmail.com

Facebook:Riadrox

Exit mobile version