Site icon Trickbd.com

[Root][Fix] CM-12.1 Based রম গুলোতে ( SIM Card এ MB না থাকলে) Network Indicator (H+,H, E) না আসার সমস্যা টা সমাধান করে ফেলুন খুব সহজে।

Unnamed

[Root][Fix] CM-12.1 Based রম গুলোতে ( SIM Card এ MB না থাকলে) Network Indicator (H+,H, E) না আসার সমস্যা টা সমাধান করে ফেলুন খুব সহজে।

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ,
.
.
আপনাদের মাঝে আজও বকবক করতে হাজির আমি মোঃ তুষার আলম জয়।
.
.
?????
.

টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন যে পোষ্ট টা কি বিষয়ে…

অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার আজকের পোষ্ট এর বিষয়টাও
কাষ্টম রম নিয়েই…

আজকে অনেকদিন পর আর একটা Bug Fix নিয়ে হাজির হলাম..
অবশ্য এইটা কোনো বাগ না। এইটা CM 12.1 এর সোর্স। কারণ সব CM-12.1 এই এই বাগ আছে।
.
.

Bug ?????


Bug টা হলো আমাদের অতি পরিচিত এসব ললিপপ কাস্টম রম- (CM-12.1) এ যখন সিম কার্ড এ এমবি থাকে না,
তখন Data Connection On করলে নেট তো চলে কিন্তু নেটওয়ার্ক এর Indicator মানে (LTE, H+, কিংবা H অথবা E) কিছুই আসে না। কিন্তু নেট চলে,
অনেকটা এইরকম,,,????
.


..
সমস্যা টা আমি আমার ট্রাই করা সমস্ত ললিপপ রম( CM12.1) এই পেয়েছি….
যেমনঃ- (উদাহরণ হিসেবে)
©©©©©LP Based (CM12.1)®®®®®®®
1=Exodus Cm12.1
2=AICP Lp
3=Oct_OS
4=ADPT_OS
5=Ressurrection Remix Lp
6= Carbon Rom Cm12.1
7=CM Nexus Lp
8=cr-Droid Lp
9=HK Project
10=CM 12.1
11=Validious OS
12=Half Gold UI Lp
13=Minimal OS
ইত্যাদি

.
অর্থ্যাৎ সমস্ত ললিপপ এই,,, এই বাগ আছে।

বিষয়টা হলো এই সমস্যা টা আমিও অনেকবার ফেস করছি…
গুগোল এও অনেক খোঁজাখুঁজি করেছি এই সমস্যা টা সমাধানের জন্য,
কিন্তু অতি দুঃখের সাথে হতাশ হতে হয়েছে…
.
অনেক খোজা-খুজির পর ফেসবুকে Samad SegMane ভাইয়ের থেকে সহায়তা যখন নিলাম,
তখন অনেক কষ্টে একটা ফিক্স বের করেই ফেললাম….
.

( ✌✌✌ তালি হবে, তালি ???)
.
.
তো ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি, কারণ হয়তো আমার মতো
অনেকেই মানে সবাই ই এই সমস্যা টা উপলব্ধি করেছেন….
.
অনেক বক বক করলাম….
কারোর খারাপ লাগলে আমি খুব দুঃখিত…
.
এবার কাজের কথায় আসি…
.

প্রয়োজনীয় সামগ্রি (Requirements)


.
1= Terminal Emulator.apk
2= কপি পেষ্ট করার অভিজ্ঞতা
3=কিছু ব্রেইন।
.
.

জানা প্রয়োজন…


ফিক্স টা শুধুমাত্র ললিপপ বেসড রম গুলোতে কাজ করবে
যাদের বাগ নাই তারা শুধুমাত্র ট্রিক টা আপ্পলাই করতে যায়েন না…
(সুখে থাকতে ভুতের কিলানি খাওয়ার কি দরকার)।
.
.

কাজের ধারাঃ

ধাপ- ১


প্রথমে Terminal Emulator.apk টা ডাওনলোড
করে নিন।
Play Store থেকে ডাউনলোড করলেও হবে।

ধাপ- ২


Terminal Emulator App ওপেন করুন।
লিখুন su
.

.
রুট পারমিশন চাইবে, Allow দিন।

ধাপ-৩


এইবার নিচের থেকে এই কোড টি লিখুন। অথবা এই সম্পুর্ন Code টি কপি করে নিয়ে পেস্ট করুন।
settings put global captive_portal_detection_enabled 0

.

ধাপ-৪


এইবার Enter দিন।
.
.

ধাপ-৫


এইবার ডাটা কানেকশন টা একবার অফ-অন করে দেখুন
.

.
Done ??????
দেখুন H+ দেখাচ্ছে???।।
.
এইবার আর ইনশাল্লাহ এই বাগ টা আর ফেস করতে হবে না…
বাগ ফিক্সড..। ????
.

??????

ধন্যবাদ সম্পুর্ন পোষ্ট টি পড়ার জন্য।.


পরিশেষে একটা কথাই বলব যে এসব যেহেতু আডভান্স লেভেলের কাজ…
তাই সতর্কতা অবলম্বন করবেন।
আপনার সেটের কোন ক্ষতির জন্য আমি দায়ি থাকব না। নিজ দায়িত্বে কাজ করবেন।
আর কোন সমস্যা হলে কমেন্টে যানাবেন।

??????

This is Md. Tushar Alam Joy,
??……Signing Out….. ??