আস্সালামুআলাইকুম… কেমন আছেন সবাই? আসা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। ট্রিকবিডিতে ট্রেইনার হওয়ার পর এটি আমার প্রথম পোস্ট হবে, সুতরাং যদি কোনো ভুল ত্রুটি দেখেন তাহলে দয়াকরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম Walton Primo RX4 এর অসাধারন একটি কাস্টম রম। আমরা যারা Primo RX4 ব্যবহারকারী সবাই হয়তো লক্ষ করেছেন অন্যান্য মডেলের মতো Primo RX4 এর জন্য কাস্টম রম প্রায় নেই বললেই চলে। কতই যে খুজাখুজি করলাম গুগলে বাট ফলাফল হতাশা ছাড়া আর কিছুই না। তাই নিজেই Walton Primo RX4 এর জন্য Infinix XUI এর কাস্টম রম পোর্ট করে ফেল্লাম। আপনি চাইলে এই কাস্টম রমটি অন্য মডেলে এর মোবাইলগুলোতে পোর্ট করে ব্যবহার করতে পারেন তবে সে ক্ষেত্রে দুটি জিনিষ মাথায় রাখতে হবে.. ১) Chipset ২) Kernel.. আপনার ফোনটি অবস্যই mt6592 এবং kernel 3.10.72 হতে হবে। আর যদি আপনি Primo RX4 ব্যবহারকারী হন তাহলে এই রমটি সোজাসুজি আপনার ফোনটিতে ব্যবহার করতে পারবেন।
Features:
- Chic wallpapers & themes
- Advanced power saving function,no more cry for low battery
- XContacts,never lose touch
- Xender,swap phones with ease
- XClub-Infinix forum
- Stay in touch,one account, connected everywhere
- Magazine Lockscreen
- Take screenshot with three fingers
- One-hand mode
- Quick start
- Clear Motion
- Stock Battery Backup
- And Much More
এছাড়া আরো কিছু ফিচার পাবেন যেগুলো ফ্লাশ দেওয়ার পর নিজেই উপলব্ধি করতে পারবেন। 🙂
Bugs:
- Flashlight Not Working
এই রমটিতে একটি বাগ আছে। ডিফল্ট ফ্লাশ লাইট কাজ করছে না, আমি অনেক ভাবেই ফিক্স করার জন্য ট্রায় করেছি বাট সমস্যার সমাধান হয়নি। আপনি ফ্লাশলাইট ব্যবহার করতে চাইলে প্লে স্টোর থেকে যেকোনো থার্ট পার্টি এপস ব্যবহার করতে পারেন। এছাড়া আর কোনো বাগ আমি পাইনি, যদি আপনি কোনো সমস্যা দেখেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে মেনশন করুন, দ্রুত ফিক্স করার চেষ্টা করবো।
Flashing Instructions:
এখানে একটি বিষয় খেয়াল রাখবেন , রিকভারি তে যাওয়ার পর Wipe করার সময় Data, Cache, Dalvik সিলেক্ট করবেন। অথবা ডিফল্ট ভাবে Swipe to Factory Rest এ প্রেস করবেন, এডভান্স অপশন এ গিয়ে মেনুয়ালি সিলেক্ট করতে হবে না।
- Reboot Into Recovery.
- Wipe Preflash And Wipe Data/Factory reset.
- Flash ROM
- Reboot
প্রথমে ভলিউম আপ এবং লক বাটন একসাথে কিছু সময় চেপে ধরুন Recovery মোডে যাওয়ার জন্য, রিকভারীতে আসার পর নিচের চিএের মত Wipe অপশসনটিতে ক্লিক করুন।
এখানে Advanced Wipe এ যাওয়াের প্রয়োজন নেই, এখান থেকে সোজা Swipe to Factory Rest অপশন এ প্রেস করুন , নিচের চিএটি লক্ষ করুন তাহলে বুঝতে পারবেন। Wipe হতে অল্প কিছু সময় লাগবে।
এবার হোমে এসে নিচের চিএ এর মত Insatll অপশনে ক্লিক করুন।
এখান থেকে আপনি ডাউনলোড করা কাস্টম রমটি যে স্টোরে সেভ করে রেখেছেন সেটি সিলেক্ট করে দিন নিচের চিএ এর মতো।
কাস্টম রম সিলেক্ট করার পর নিচের চিএ এর মত অপশন আসবে। এখানে কোনো কিছু করার প্রয়েজন নেই , সোজা Swipe to confirm Flash এ প্রেস করে ধরুন।
উপরের সকল স্টিপ ফলো করার পর আপনার ফোনটির ফ্লাশ শুরু হবে। কাস্টম রমটি সম্পূর্ন ফ্লাশ হতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে। ফ্লাশিং প্রসেস শেষ হওয়ার পর ডান পাশে রিবুট অপশন আসবে তার পর রিবুট এ ক্লিক করবেন। রিবুট হওয়ার পর আপনার মোবাইলটি আবারো ১০ মিনিট সময় নিবে Application অপটিমাইজ হওয়ার জন্য। অপটিমাইজ হওয়ার পর বাকি কাজগুলো আপনি নিজেই করে ফেলতে পারবেন, অর্থ্যাৎ নতুন সেট যেভাবে সেটআপ করেন ঠিক সেভাবে করতে হবে।
Download Links:
কাস্টম রমটি ডাউনলোড করার জন্য আপনাদের সুবিদার্থে দুইটি সোর্স এ আপলোড করা হলো, আপনি যেকোনো একটি থেকে ডাউনলোড করে নিতে পারেন।
Google Drive: http://bit.ly/2HLYIq5
MediaFire: http://bit.ly/2TkGz4t
পরিশেষে জানাই অসংখ্য ধন্যবাদ পোস্টটি দেখার জন্য। যদি পোস্ট রিলেটেড কোনো সমস্যা হয় অথবা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে নির্দিধায় বলতে পারেন অথবা ফেসবুকে নক করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করবোে উওর দেয়ার। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডি এর সাথেই থাকুন, আল্লাহাফেজ।
Facebook Id: http://bit.ly/2CnaUtN