ব্রান্ডের ল্যাপটপ কেনার কিছু টিপস গত কয়েক বছরে ল্যাপটপ প্রযুক্তিতে এসেছে ব্যাপক পরিবর্তন । আর তাই বর্তমানে পার্সনাল কম্পিউটার হিসেবে সকলেরই প্রথম পছন্দ ল্যাপটপ। ফলে বেড়ে গেছে ল্যাপটপের চাহিদা। আর এত চাহিদা সামাল দিতে তৈরি হয়েছে বিভিন্ন নামীদামী ল্যাপটপ ব্রান্ড। এবং এই সকল ব্রান্ডগুলো নিয়মিত তাদের নিজ নিজ মার্কেট ধরে রাখতে নিয়ে আসছেন নিত্যনতুন প্রযুক্তি পাশাপাশি ল্যাপটপেগুলোর দামও সাধ্যের মধ্যে নিয়ে এসেছেন । যার ফলে এত ল্যাপটপ ব্রান্ডের ভিড়ে সাধ্যের মধ্যে
কেনার সময় কিছু বিষয় মাথায় রাখলে আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক ব্রান্ডের ল্যাপটপ কিনার কিছু টিপস।
১/ গ্যারান্টি ও ওয়ারেন্টি
: যে ব্রান্ডের ল্যাপটপ কিনবেন তাদের
ল্যাপটপগুলোর গ্যারান্টি বা ওয়ারেন্টি রয়েছে কিনা বা থাকলেও তাদের সাভির্স কেমন সেই বিষয়ে ভালোভাবে জেনে তারপর কিনুন। কারণ ল্যাপটপ একটি ইলেক্ট্রনিক্স ডিভাইস যে কোন সময়ই তা খারাপ হয়ে যেতেই পারে।
২/ ব্রান্ডের ব্যাকগ্রাউন্ড চেক করুন : যে ব্রান্ডের ল্যাপটপ কিনবেন তাদের ব্রাকগ্রাউন্ড চেক করুন কিছুটা নেট সার্চ বা
ইউটিউবে রিভিউ দেখে ধারণা নিতে
পারেন । আগে যারা যারা তাদের পণ্য ক্রয় করেছেন তাদের কাছ থেকে জেনে
জন্য। ৩/ নকশা ও ওজন : আপনি যেই ব্রান্ডের ল্যাপটপি কিনেন না কেন সেই ল্যাপটপটি হতে হবে দেখতে সুন্দর ডিজাইনে এবং ওজনে হালকা। তবে কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি হালকা ল্যাপটপগুলোও আবার সমস্যার কারণ হতে পারে তাই অবশ্যই এক্ষেত্রে আপনার প্রয়োজনকে প্রাধান্য দিন। ৪/ ফিচার্স : যেই ব্যান্ডের ল্যাপটপই কিনেন না কেন সেই ব্রান্ডের ল্যাপটপগুলোর ফিচার্স গুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিন । ল্যাপটপের পার্ফরমেন্স, গতি, ডিসপ্লে রেজুলেশন, গেম খেলার ক্ষেত্রে কি রকম
সাভির্স পাওয়া যাবে, প্রসেসরের ক্লক স্পিড, প্রসেসর কোন সিরিজের ইত্যাদি সম্পর্কে
ভালোভাবে জেনে নিন। ৫/ দামঃ ব্র্যান্ডের ল্যাপটপগুলোর দাম
ব্রান্ডের ল্যাপটপগুলোর দাম জানতে এখানে ক্লিক করুন কিছুটা বেশি হয়ে থাকে। এক্ষেত্রে ব্রান্ড থেকে
ব্রান্ড এ দামের পার্থক্য দেখা যায়। যেমন অ্যাপেল এর ল্যাপটপগুলোর দাম অন্যান্য
ল্যাপটপের চেয়ে একটু বেশি হয়ে থাকে। আপনে যে ব্রান্ড এর ল্যাপটপ কিনেন না কেন, কেনার আগে অনলাইনে যেমন বিডিস্টল.কম থেকে যাচাই করে নিবেন। আর অনলাইনে ল্যাপটপ প্রাইস জানতে এখানে ভিজিট করতে পারেন