Site icon Trickbd.com

যে সকল স্মার্টফোনে পাওয়া যাবে শাওমির (Xiaomi) MIUI 12 আপডেট

Xiaomi MIUI 12

কিছু দিন আগে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান শাওমি ( Xiaomi ) তাদের তৈরিকৃত মোবাইল ফোনের জন্য নতুন কাস্টম ইউজার ইন্টারফেস উন্মুক্ত করেছে । শাওমির ইউআই সিরিজ MI UI এর নতুন ভার্সন এটি । এর সর্বশেষ সংস্করনের নাম ছিলো MIUI 11 ।
সেই ধারাবাহিকতায় এবার শাওমি এমআইইউআই বা মিইউআই ১২ ( MIUI 12 ) নামকরন করা হয়েছে নতুন ভার্সনটির । এই ভার্সনের মূল আকর্ষণ হচ্ছে পূর্বের তুলনায় আরো উন্নত গোপনীয়তা, ডার্ক মুড ২.০ এবং নতুন এনিমেশন ফিচার ।
এর পাশাপাশি আরো নানান ফিচার তো থাকছে ।
শাওমি এবং রেডমি ফোনগুলো MIUI 12 আপডেট পাবে জুন মাস থেকে ।

প্রথম ব্যাচে যে সকল মোবাইলে এই আপডেট পাবে –
শাওমি মি ১০ প্রো
শাওমি মি ১০
শাওমি মি ১০ ইউথ এডিশন
শাওমি মি ৯ প্রো
শাওমি মি ৯
শাওমি মি ৯ এক্সপ্লোর এডিশন
রেডমি কে ৩০ প্রো
রেডমি কে ৩০
রেডমি কে ৩০ প্রো জুম এডিশন
রেডমি কে ২০ প্রো
রেডমি কে ২০

দ্বিতীয় ব্যাচে –
শাওমি মি মিক্স ৩
শাওমি মি মিক্স ২এস
শাওমি মি ৮
শাওমি মি ৮ এক্সপ্লোর এডিশন
শাওমি মি ৯ এসই
রেডমি নোট ৮ প্রো
রেডমি নোট ৭,৭প্রো
মি সিসি৯, সিসি৯ প্রো

৩য় ব্যাচে –
মি মিক্স ২
শাওমি মি নোট ৩
শাওমি মি ম্যাক্স ৩
শাওমি মি ৮ এসই
শাওমি মি ৮ ইউথ এডিশন
শাওমি মি মিক্স ২
রেডমি নোট ৮
রেডমি নোট ৬, ৬এ, ৬ প্রো
রেডমি ৮, ৮এ
রেডমি ৭, ৭এ
রেডমি নোট ৫

মি সিসি৯ই

====আর্টিকেলটি পড়ার জন্য অত্যন্ত ধন্যবাদ । আশা করি আপনাদের কাজে লাগবে তথ্যগুলো । এখানে আমি দুইটি আর্টিকেলকে একটিতে রুপান্তর করে প্রকাশিত করার চেষ্টা করেছি । এর প্রথম প্রকাশ হয় বিজ্ঞানবিডি ওয়েব ম্যাগাজিন-এ ।

আর্টিকেলগুলোর প্রথম প্রকাশিত লিংক যথাক্রমে দেয়া হলো –

নিয়মিত পাঠক হয়ে যেতে পারেন বিজ্ঞান ভিত্তিক ওয়েব ম্যাগাজিন বিজ্ঞানবিডির ।

সবাই আমার জন্য দোয়া করবেন এবং ট্রিকবিডির সাথেই থাকুন ।

Exit mobile version