Site icon Trickbd.com

Poco X3 ডিভাইসের LegionOs কাস্টম রম রিভিউ

Unnamed

Custom Rom Review


কাস্টম রম রিভিউ

আমি miui ইউজার, কারণ আমার হেভি কাস্টোমাইজ করা রম ভাল লাগে। Miui তে থাকা অবস্থায় কোনো ইস্যু ফেইস করিনি, যা ছিল সেগুলো একটু গুতাগুতি করলেই ফিক্স হয়ে যায়। Aosp রমে আসার কোনো ইচ্ছেই ছিল না, শুধু একটি কারণে এখানে আসি এবং সেটি হল গুগল ফটো। আমার ডিভাইস কে pixle হিসেবে ডিটেক্ট করে এবং আনলিমিটেড বেকাপ এর সুবিধা পাচ্ছি?। Aosp এর অনেক রম ট্রাই করেছি এবং সবশেষে এখন Legionos এই রোমের মধ্যে আছি। এই রোমের ব্যাটারি ব্যাকআপ বলতে গেলে আমার তেমন ভাল লাগে নি। কারণ miui সহ অন্যান্য রম এর মধ্যে ৯-১৪ ঘণ্টা SOT পেতাম যা এখানে ৮ ঘণ্টার মধ্যেই সীমাবদ্ধ। এর ui, transition সব কিছুই একদম স্মুথ এবং পারফেক্ট, কোনো lag নেই ,ডিফল্ট অ্যাপ হিসেবে গুগল ক্যামেরা গো ছিল এবং ছোট খাট কিছু ফাইল ম্যানেজার, মিউজিক প্লেয়ার এবং ব্রাউজার ছিল। এই রোমের ভেনিলা ভার্সন আছে যেখানে Gapps ইন্সটল করা যায় ইজিলি। আমি Gapps ভার্সনটি ইন্সটল করেছি এবং ইন্সটল শেষে একদম লাইট ছিল অ্যাপটি, কোনো এক্সট্রা অ্যাপ ছিল না। এর কাস্টোমাইজেশনের কথা কি বলব একদম জোশ এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে। এতে সহজেই মেজিস্ক ইন্সটল করা যায় এবং খুব সহজেই Anx ক্যামেরা ইন্সটল করা যায়। এতে অল্প কিছু ইস্যু পেয়েছি সেগুলো উল্লেখ করছি।

##ব্যাটারি ১৫ পারসেন্ট এর নিচে গেলে পবজি খেলার সময় লেগ করে যা miui তে ছিল না।
##ব্যাটারি ব্যাকআপ অন্যান্য রোমের চেয়ে কম ( হয়ত আমার ফোন ব্যাবহার করার স্টাইল চেইন্জ করেছি তাই)
##ট্রান্সপারেন্ট থিম ইউস করলে ডার্ক moDe এর মধ্যে Anx ক্যামেরা ক্রেশ করে। (হয়ত সব রোমের এই সমস্যা)
##OSS vendor হওয়ার কারণে ইন্সটল করতে অনেক কষ্ট হয়েছে (?এইটা আমার দোষ)


Device Changelog

• Intial OSS Based Build
• Shipped with Optimus Drunk Kernel
• Enabled Minimum and Maximum Refresh Rate Settings

Notes:
• Clean Flash is Mandatory


FLASHING GUIDE

IMPORTANT

Use oss Supported kernels only.

Tested Device

Device: Poco x3
Android: 11
Root: Rooted (Magisk)
Magisk: Latest Rom: LegionOs


SCREENSHOTS

Exit mobile version