Site icon Trickbd.com

জনপ্রিয় এনিমে সিরিজ Demon Slayer এর উপর ভিত্তি করে বানানো NezukoOs কাস্টম রম রিভিউ

Unnamed

Custom Rom Review


কাস্টম রম রিভিউ

এই রম টি বানানো হয়েছে জনপ্রিয় এনিমে সিরিজ Demon Slayer এর উপর ভিত্তি করে। রম এর পুরো থিম দেয়া হয়েছে এই এনিমের উপর নির্ভর করে। নোটিফিকেশন প্যানেল এর হেডার ইমেইজ, সেটিং, সবকিছুই এই এনীমের উপর কাস্টোমাইজ করা হয়েছে। এই রম টি লেটেস্ট অনেক ডিভাইস সাপোর্ট করে তারমধ্যে আমি Poco x৩ তে টেস্ট করেছি।
আমি miui ইউজার, কারণ আমার হেভি কাস্টোমাইজ করা রম ভাল লাগে। Miui তে থাকা অবস্থায় কোনো ইস্যু ফেইস করিনি, যা ছিল সেগুলো একটু গুতাগুতি করলেই ফিক্স হয়ে যায়। Aosp রমে আসার কোনো ইচ্ছেই ছিল না, শুধু একটি কারণে এখানে আসি এবং সেটি হল গুগল ফটো। আমার ডিভাইস কে pixle হিসেবে ডিটেক্ট করে এবং আনলিমিটেড বেকাপ এর সুবিধা পাচ্ছি?। এই রোমের ব্যাটারি ব্যাকআপ বলতে গেলে জোশ অনেক। কারণ miui সহ অন্যান্য রম এর মধ্যে ৯-১৪ ঘণ্টা SOT পেতাম যা এখানে মিনিমাম ১০ ঘণ্টা। এর ui, transition সব কিছুই একদম স্মুথ এবং পারফেক্ট, কোনো lag নেই ,ডিফল্ট অ্যাপ হিসেবে গুগল ক্যামেরা গো ছিল এবং ছোট খাট কিছু ফাইল ম্যানেজার, মিউজিক প্লেয়ার এবং ব্রাউজার ছিল। ইন্সটল শেষে একদম লাইট ছিল অ্যাপটি, কোনো এক্সট্রা অ্যাপ ছিল না। এর কাস্টোমাইজেশনের কথা কি বলব একদম জোশ এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে। এতে সহজেই মেজিস্ক ইন্সটল করা যায় এবং খুব সহজেই Anx ক্যামেরা ইন্সটল করা যায়। এতে অল্প কিছু ইস্যু পেয়েছি সেগুলো উল্লেখ করছি। সাথে অন্যান্য রোমের চেয়ে এর মধ্যে কি আলাদা রয়েছে তাও বলছি।

##ব্যাটারি ১৫ পারসেন্ট এর নিচে গেলে পবজি খেলার সময় লেগ করে যা miui তে ছিল না।
##ট্রান্সপারেন্ট থিম ইউস করলে ডার্ক moDe এর মধ্যে Anx ক্যামেরা ক্রেশ করে। (হয়ত সব রোমের এই সমস্যা)
##এতে প্রতিদিন আপনার নিকটস্থ জায়গায় করণার সংক্রমণ এর আপডেট দিবে। সেটিং এর একদম শুরুতেই পাবেন।
## নতিফকেশন প্যানেল হেডার ইমেইজ অনেকে গুলো অপশন দিয়েছে যা অনেক সুন্দর।
##এর থিমগুলো অসাধারণ

##এই থিমটি আমি ইউস করা বাদ দিয়েছে একমাত্র এর সাপোর্ট টিমের কারণে, সাপোর্ট টিমে বেশ কিছু বেয়াদব বসে আছে এবং তাদের এটিটিউড এর খারাপ যে কোনো হেল্প চাইতেই পারবেন না।


Device Changelog

• Completely rebase rom, start from scratch. It’s a whole new rom technically with far less bugs. New beginnings if you may.
• Redesign Settings home page.
• Redesign About Page
• Redesign Dialer.

• Completely open sourced the rom. Official and unofficial are the same now.
• Vanilla builds

• June SP
• June Pixel FP
• Enforce marlin fp for google photos, enjoy your gay unlimited storage.
• Since this is a complete rebase there are a little less customizations for now in comparison to the last version. Rest assured they’d be back later.
• Also added our wallpaper based accent color generation system.

• Open sourced for roms with 0 ethics to cherry pick


FLASHING GUIDE

Tested Device

Device: Poco x3
Android: 11
Root: Rooted (Magisk)
Magisk: Latest Rom: NezukoOs


SCREENSHOTS


Exit mobile version