পিএসসি, জেএসসি ও সমমানের স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে দুপুর ২টায়। অনলাইনে পরীক্ষার ফলাফল দেখতে ক্লিক কর জেএসসি (www.educationboardresults.gov.bd) এবং
পিএসসি এর জন্য নতুন সার্ভার দিলাম (http://180.211.137.51:2811/Default.aspx) । এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে:
জেএসসি পরীক্ষার ফলাফল জানতে, JSC<>বোর্ডের প্রথম ৩ অক্ষর<>Roll নম্বর<>Year লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন। উদাঃ JSC DHA 654321 2015 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
জেডিসি পরীক্ষার ফলাফল জানতে, JDC<> মাদ্রাসা বোর্ড<>Roll নম্বর<> Year লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন। উদাঃ JDC MAD 654321 2015 এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
পিএসসি পরীক্ষার ফলাফল জানতে, DPE<>Student ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। উদাঃ DPE 654321 এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
একতেদায়ী পরীক্ষার ফলাফল জানতে, EBT<Student ID> লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। উদাঃ EBT 654321 এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
যারা ভালো ফলাফল করেছে তাদের অভিনন্দন এবং যারা ভালো ফলাফল করতে পারেনি তাদের জন্যও শুভকামনা।