Site icon Trickbd.com

ব্যবহারিক দিক থেকে সবচাইতে ভালো মানের ডিকশনারি [android]

আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আপনাদের জন্য যে অ্যাপটি আনলাম সেটা আমিও ব্যবহার করছি। এক কথায় চমৎকার।

অ্যাপটির নাম স্বাধীন অভিধান। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জনপ্রিয়তা পাওয়ার পর স্বাধীন অভিধান এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে!

স্বাধীন অভিধানের অ্যান্ড্রয়েড সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

সর্বোচ্চ সুবিধা যুক্ত স্বাধীন অভিধানের ডেস্কটপ সংস্করণের মত অ্যান্ড্রয়েড সংস্করণেও থাকছে সর্বোচ্চ সুবিধা। থাকছে উন্নত ডেটাবেজ।
সুবিধা সমূহ: 

  1. অ্যান্ড্রয়েডের সর্বশেষ ডিজাইন নিয়ম অনুসরণ করে ইউআই ডিজাইন করা হয়েছে
  2. একই সাথে বাংলা এবং ইংরেজি অনুসন্ধানের সুবিধা
  3. ডেস্কটপ সংস্করণের মত উন্নত অনুসন্ধান সুবিধা
  4. নতুন শব্দ যুক্ত করা যাবে
  5. পুরনো অন্তর্ভুক্তি পরিবর্তন/পরিবর্ধন করা যাবে
  6. প্রিয় তালিকা
  7. ইতিহাস
  8. ইংরেজি উচ্চারণ (Text to Speech)
  9. কথা থেকে লেখা (Speech to Text)
  10. সম্পূর্ণ বাংলা ইন্টারফেস

আরো অনেক কিছু…
মূল্য : 

স্বাধীন শুরু থেকেই স্বাধীন ছিল। অ্যান্ড্রয়েড সংস্করণেও স্বাধীন থাকবে স্বাধীন। এটি বিনামূল্য অ্যাপ। এমনকি অ্যাড থেকেও সম্পূর্ণ মুক্ত।

ডেটাবেজ ক্লাউড

স্বাধীনের ডেটাবেজের অন্তর্ভুক্তির অপ্রতুলতা কাটানোর জন্য স্বাধীনের অ্যান্ড্রয়েড সংস্করণে যুক্ত করা হয়েছে ক্লাউড সুবিধা।

ইন্টারনেট সংযুক্ত থাকা অবস্থায় স্বাধীন অভিধানে কোন নতুন শব্দ যুক্ত অথবা কোনো শব্দ/অন্তর্ভুক্তি পরিবর্তন/পরিবর্ধন করা হলে তা আমাদের সার্ভারে চলে আসবে। যা আমরা নতুন সংস্করণের ডেটাবেজে যুক্ত করে দেব।

বর্তমানে ডেস্কটপ থেকে মোবাইলেই ইন্টারনেট সংযোগ বেশী থাকে। তাই আমরা আশা করছি ডেটাবেজ ক্লাউড সুবিধাটি স্বাধীনের ডেটাবেজকে আরো উন্নত করবে।

 

ইউজার ক্লাউড ডাউনলোড লিঙ্ক :  ডাউনলোড

বিঃদ্রঃ ডাউনলোড করার জন্য “Download now” এ ক্লিক করার পর “Click here to download” এ ক্লিক করবেন ।

Note – মোবাইল ব্যবহারকারীরা ডাওনলোডের জন্য ইউসি ব্রাউজার ব্যবহার করুন

আমার সাইট, চাইলে ঘুরে আসতে পারেন