Site icon Trickbd.com

Rtina Genius 2023- এ অংশগ্রহণ করুন

Unnamed

প্রিয় শিক্ষার্থীর, পড়াশোনা কেমন হচ্ছে?
প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে নাকি ২য় পর্যায়ের আশা হারিয়ে ফেলেছ? ইচ্ছা যদি থাকে মেডিকেল, তাহলে শেষ চেষ্টাটা করেই দেখো। সৃষ্টিকর্তা হয়তো তোমার জন্য প্রত্যাশার থেকেও বেশি কিছু লিখে রেখেছেন। একদমই বাজে সময় নষ্ট করবে না, কেমন। তোমরা তো ভালো করে জানো, মেডিকেলে টেক্সট বইয়ের বিকল্প নেই। এতটা দখল নিয়ে আসতে হবে, যেনো পাঁচ মার্কসের গ্যাপটা পূরণ করা যায়। তোমার মতো অদম্য সেকেন্ড টাইমার্সদের নিয়ে Text Book MCQ এর উপর রেটিনা আয়োজন করতে যাচ্ছে “RETINA GENIUS 23”

সকল লেখকের বইয়ের উপর তোমার দক্ষতা ও দখল তুমি যাচাই করতে পারবে। সেকেন্ড টাইম মেডিকেল ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করছো তো?

সেন্ট্রালি তোমার জন্য থাকছে ১ লক্ষাধিক টাকার নগদ পুরস্কার ও শিক্ষাবৃত্তি!!
একটু বিস্তারিত দেখে নিই, চলো..

কারা পরীক্ষা দিতে পারবেঃ সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষার্থী (বাংলা ও ইংরেজি মাধ্যম)
পরীক্ষার সিলেবাসঃ HSC TEXT BOOK MCQ (সকল লেখকের মুল বইয়ের অনুশীলনীর প্রশ্ন)
প্রশ্নের ধরণঃ মেডিকেল স্ট্যান্ডার্ড
পরীক্ষার মানবন্টনঃ ১০০ ( MCQ), নেগেটিভ মার্কিং ০.২৫ (অর্থাৎ ৪টি ভুল উত্তরে ১ মার্ক বাদ যাবে।)
➠ জীববিজ্ঞান: ৪০

➠ রসায়ন: ৩০
➠ পদার্থবিজ্ঞান: ৩০
বিঃদ্রঃ তোমাদের প্রাপ্ত নম্বর থেকে ৫ মার্কস কেটে নেয়া হবে।

রেজিস্ট্রেশন ফিঃ ফ্রি।
রেজিস্ট্রেশন লিংকঃ form link বা সরাসরি ঢাকা রেটিনার আওতায় ৯ টি ব্রাঞ্চে।
(ফার্মগেট, উত্তরা, শান্তিনগর, যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, সাইনবোর্ড, টাংগাইল এবং নরসিংদী)

সেন্ট্রাল পুরস্কারঃ
➠ ১মঃ ৫০০০
➠ ২য়ঃ ৪০০০
➠ ৩য়ঃ ৩০০০
➠ ৪র্থ – ১০মঃ ২০০০
➠ ১১তম – ২০তমঃ ১৫০০
➠ ২১তম – ১০০তমঃ মেডিকেল ভর্তি প্রস্তুতিতে ১০০০ টাকা ছাড়!
(তোমরা যারা ভর্তি আছো তাদের ক্ষেত্রে সেরা ১০০ জনের মধ্যে থাকলে ১০০০ টাকা ব্যাক পাবা ইনশাআল্লাহ।)
এছাড়াও Retina Genious’23 এ অংশগ্রহণ করলেই মেডিকেল ভর্তি প্রস্তুতিতে থাকছে ৫০০ টাকা ছাড়।

রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৩
পরীক্ষার সম্ভাব্য তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ (শনিবার)

পরীক্ষার মাধ্যমঃ অফলাইন/অনলাইন
সময়ঃ সকাল ১০ থেকে ১১ টা (অনলাইনে ৫০ মিনিট)
বিস্তারিত জানতে জয়েন করুন- তাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে