Site icon Trickbd.com

গার্ল ফ্রেন্ড কে গিফট করুন তেলেসমাতী রুপোর পুতুল । আমিও হব বিজ্ঞানী ।

Amraito.com

Amraito.com

কাল জি এফ এর জন্মদিন । কি দেব কি দেব ভাবতেই মাথায় এল ও আবার ক্রিয়েটিভ কিছু পছন্দ করে ।
তো যেই ভাবা সেই কাজ । চলে গেলাম বিজ্ঞানীর কাছে । আমরা একসাথেই পড়ি ।আর আমরা একসাথে বসলেই দারুন কিছু হবে তার আসায় ছিলাম । তো আবার পুতুল পছন্দ [জি এফ] ।
তো আমরা ভাবলাম এমন পুতুল বানাবো যেটা দিয়ে ওকে চমকে দেয়া যায় ।
যা যা লাগবেঃ
১ কাচের দন্ড ।
২ বড় [পুতুল অনুষারে] কাচের পাত্র ।
৩ বড় তামার পাত ।

৪ দু-তিন গ্রাম সিলভার নাইট্রেট ।
৫ পরিশ্রুত পানি ।
যেভাবে করবোঃ
তামার পাতটা কাঁচি দিয়ে কেটে পুতুলের মত আকৃতি দিলাম । তারপর বড় কাচ পাত্রের বাইরে থেকে চিকন নাইলনের সুতা দিয়ে ঝুলিয়ে দিলাম । এবার আধ লিটার পানির মধ্যে সিলভার নাইট্রেট দ্রবন মিশালাম ।কাঠ দন্ড দিয়ে গুলে ফেললাম ।
এর পর ৫-৬ মিনিট পর দেখবে তেলেসমাতি ।
কি ? সাধারন তামার তৈরি পুতুল থেকে রুপোর ঝলক ঠিকরে বেরুচ্ছে ? তাইনা !
কেন এমন হয়ঃ
এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফিজিক্স + কেমিষ্ট্রি । তামার সাথে সিলভার নাইট্রেট বিক্রিয়া করে তামার উপর রুপোর আস্তরন পড়ে এবং তার সাথে আর তৈরি হয় কিউপ্রিক নাইট্রেট লবন রুপোলি আলো তীব্র ভাবে বিকিরন করে যার ফলে এমন দেখাচ্ছে ।
তো হয়ে গেল রুপোর পুতুল । মজায় মজায় বিজ্ঞান চর্চা কর । বিজ্ঞানের মজা লুট ।
আর থাকো Amraito.Com এর সাথে । পরের লেখায় আবার দেখা হবে ।
আর কমেন্ট করে কোন সমস্যা হলে জানান । আর আমাদের সাইটে ঘুরে আসবেন ।
Trickbd তে আমি বিজ্ঞান মুলক পোষ্ট করতে চাই যদি বিজ্ঞান মুলক কোন ক্যাটাগরি যুক্ত করা হয় তাহলে আমি টিউন করতাম ।