ইংরেজিতে যেকোন সালের যেকোন
তারিখের বার বাহির করার নিয়ম :-
.
মাসের ও দিনের কোড মনে রাখতে
হবে।
যেমন:- # মাসের_কোড
Jan 6
Feb 2
March 2
April 5
May 7
June 10
July 12
August 15
Sept 18
Oct 20
Nov 23
Dec 25.
.
Sun 1
Mon 2
Tue 3
wed 4
Thurs 5
Fri 6
Sat 0
.
***1990 সালের 21 June কি বার ছিল তা
এখর বাহির করব,
#1. 1990 সালকে 4 দ্বারা ভাগ করতে
হবে, ভাগফল 497 হবে।
#2. ভাগফল 497 কে সাল 1990 এর সাথে
য়োগ করতে হবে,যোগফল 2487 হবে।
#3. যোগফল 2487 কে 7 দ্বারা ভাগ করতে
হবে,ভাগশেষ 2 হবে।
#4. এখন ভাগশেষ 2 এর সাথে মাসের
কোড ও তারিখ যোগ করতে হবে,
এখানে (2 ভাগশেষ, 10 June মাসের
কোড,21তারিখ) যেমন 2+10+21=33
#5. যোগফল 33 কে 7 দ্বারা ভাগ করতে
হবে, ভাগশেষ 5 হবে।
কোডের সাথে মেলাতে হবে।
Thursday=5
1990 সালের 21 June ছিল বৃহ্সপতিবার ।
.
ক্যালেন্ডারের সাথে মিলিয়ে
দেখতে পারেন।
.
এই মিয়মে অতীত বর্তমান ও ভবিষ্যতের
যেকোন তারিখের বার বের করতে
পারবেন।