Site icon Trickbd.com

এস . এস. সি পরীক্ষা ২০১৭ “রসায়ন” নৈর্ব্যক্তিক সাজেশন নিয়ে নিন উত্তর সহ !!

Unnamed

SSC Exam Suggestion রসায়ন

১.
জাকগাড়ি কী?
Ο ক)
দ্রুতগামী গাড়ি
Ο খ)
চিঠিপত্র বহনকারী গাড়ি
Ο গ)
ময়লা ফেলার গাড়ি
Ο ঘ)
মালগাড়ি
সঠিক উত্তর: (খ)
২.
চিনির শরবত হচ্ছে-
Ο ক)
অসমসত্ব মিশ্রণ
Ο খ)
সমসত্ব মিশ্রণ
Ο গ)
মৌলিক পদার্থ
Ο ঘ)
যৌগিক পদার্থ
সঠিক উত্তর: (খ)
৩.
ভৌত অবস্থা বিবেচনায় খনিজ কত প্রকার?
Ο ক)
2
Ο খ)
3
Ο গ)
4
Ο ঘ)
5
সঠিক উত্তর: (খ)
৪.
নিচের কোন মৌলটি স্বাভাবিক অবস্থায় কঠিন?
Ο ক)
CH4
Ο খ)
I2
Ο গ)
C2H5OH
Ο ঘ)
সবগুলো
সঠিক উত্তর: (খ)
৫.
নির্দিষ্ট যৌগে নির্দিষ্ট মৌলের শতকরা সংযুক্তি-
Ο ক)
সম সময় ১০০ হয়
Ο খ)
নির্দিষ্ট হয়
Ο গ)
অনির্দিষ্ট হয়
Ο ঘ)
নির্ণয় করা যায় না
সঠিক উত্তর: (খ)
৬.
প্রথম ও তৃতীয় বর্ণের প্রতীকের উদাহরণ
কোনটি?
Ο ক)
AI
Ο খ)
Br
Ο গ)
CI
Ο ঘ)
Na
সঠিক উত্তর: (গ)
৭.
পর্যায় সারণি হলো-
i. বিভিন্ন রাসায়নিক ধারণার প্রতিফলন
ii. পদার্থ ও তাদের ধর্মের সম্মিলিত রূপ
iii. রাসায়নিক মৌলসমূহের ছকে সন্নিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i ও iii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮.
ড্রাইসেলের অ্যানোড বিজারিত হওয়ার সময় কয়টি
ইলেকট্রন ত্যাগ করে?
Ο ক)
1
Ο খ)
2
Ο গ)
3
Ο ঘ)
4
সঠিক উত্তর: (খ)
৯.
কোনটি নিকৃষ্ট ধাতু?
Ο ক)
তামা
Ο খ)
দস্তা
Ο গ)
সোডিয়াম
Ο ঘ)
পটাসিয়াম
সঠিক উত্তর: (খ)
১০.
সয়াবিন তেল একটি তরল পদার্থ, কেননা-
i. নির্দিষ্ট উষ্ণতা ও চাপে এর আয়তন স্থির থাকে
ii. এটি তার ধারকপাত্রের আকার গ্রহণ করে
iii. এর নির্দিষ্ট ঘনত্ব রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i ও iii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
i, ii, ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১.
ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে কী বলে?
Ο ক)
অ্যানায়ন
Ο খ)
ক্যাটায়ন
Ο গ)
যোজনী
Ο ঘ)
গ্যাস
সঠিক উত্তর: (খ)
১২.
তাপ উৎপাদী বিক্রিয়ায় DH এর মান কত?
Ο ক)
শূণ্য
Ο খ)
ঋণাত্মক
Ο গ)
ধনাত্মক
Ο ঘ)
অসংগায়িত
সঠিক উত্তর: (খ)
১৩.
লোহাকে দীর্ঘদিন বাতাসে রেখে দিলে
এর উপর লালচে বাদামী রঙের আস্তরণ পড়ে।
এটি কোন ধরনের পরিবর্তন?
Ο ক)
গ্যাসীয় পরিবর্তন
Ο খ)
ভৌত পরিবর্তন
Ο গ)
বিশুদ্ধ লোহার পরিণত হওয়া
Ο ঘ)
রাসায়নিক পরিবর্তন
সঠিক উত্তর: (ঘ)
১৪.
ক্ষারকীয় ফ্লাক্স কোনটি?
Ο ক)
MnO
Ο খ)
FeO
Ο গ)
CuO
Ο ঘ)
CaO
সঠিক উত্তর: (ঘ)
১৫.
ভূত্বকের শতকরা 2%, 3%, 4% হলো –
Ο ক)
Mg, Ca, K
Ο খ)
Ca, K, Mg
Ο গ)
Ca, Mg, Na
Ο ঘ)
Mg, Na, Ca
সঠিক উত্তর: (ঘ)
১৬.
Ne মৌলটি পর্যায় সারণিরে শূণ্য গ্রুপে অবস্থিত
কারণ-
i. বহিঃস্থ সেল ইলেকট্রন দ্বারা অষ্টকপূর্ণ
ii. ইলেকট্রন বিন্যাস কোনো স্তরে বিভক্ত
হয় নি
iii. বহিঃস্থ সেলে ইলেকট্রন সংখ্যা ৮
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i ও iii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭.
কোন কৌশল ব্যবহার করে মানবদেহে
গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা যায়?
Ο ক)
তড়িৎ সংশ্লেষণ
Ο খ)
তড়িৎ সংযোজন
Ο গ)
তড়িৎ বিশ্লেষণ
Ο ঘ)
তড়িৎ বিয়োজন

সঠিক উত্তর: (গ)
১৮.
সালফারের দহন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
Ο ক)
CO2
Ο খ)
NO2
Ο গ)
SO3
Ο ঘ)
H2O
সঠিক উত্তর: (গ)
১৯.
বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে
বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে কী বলা হয়?
Ο ক)
অ্যানালার বিক্রিয়ক
Ο খ)
লিমিটিং বিক্রিয়ক
Ο গ)
নরমাল বিক্রিয়ক
Ο ঘ)
পোলার বিক্রিয়ক
সঠিক উত্তর: (খ)
২০.
ন্যাপথাকে জ্বালানি হিসেবে কতভাগ ব্যবহার করা
হয়?
Ο ক)
১০
Ο খ)
৫০
Ο গ)
৯০
Ο ঘ)
৭০
সঠিক উত্তর: (গ)
২১.
আন্তঃআণবিক শক্তি কী?
Ο ক)
পরমাণুসমূহের মধ্যে আকর্ষণ
Ο খ)
পরমাণুসমূহের মধ্যে বিকর্ষণ
Ο গ)
অণুসমূহের মধ্যে আকর্ষণ
Ο ঘ)
অণুসমূহের মধ্যে বিকর্ষণ
সঠিক উত্তর: (গ)
২২.
কার্বন ডাইঅক্সাইড কোন প্রক্রিয়ায় বায়ুতে
মিশে?
Ο ক)
সংশ্লেষণ
Ο খ)
ব্যাপন
Ο গ)
অভিস্রবণ
Ο ঘ)
সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর: (ঘ)
২৩.
পদার্থের কোন অবস্থায় অণুসমূহের মধ্যে
আকর্ষণ শক্তি বেশি থাকে?
Ο ক)
কঠিন
Ο খ)
তরল
Ο গ)
বায়বীয়
Ο ঘ)
অর্ধতরল
সঠিক উত্তর: (ক)
২৪.
অ্যানোড তড়িদদ্বারে নিচের কোনটি ঘটে?
Ο ক)
জারণ
Ο খ)
বিজারণ
Ο গ)
দ্রবণের ক্যাটায়ন কর্তৃক ধাতব দন্ড থেকে
ইলেকট্রন গ্রহণ করে
Ο ঘ)
বিয়োজন
সঠিক উত্তর: (ক)
২৫.
হ্যালোজেনসমূহ অবস্থিত কোন গ্রুপে-
Ο ক)
গ্রুপ-৪
Ο খ)
গ্রুপ-১৮
Ο গ)
গ্রুপ-১৭
Ο ঘ)
গ্রুপ-১০
সঠিক উত্তর: (গ)
২৬.
সমযোজী যৌগসমূহ সাধারণত অপোলার
দ্রাবকে-এবং পোলার দ্রাবকে-
Ο ক)
অদ্রবণীয়, দ্রবণীয়
Ο খ)
অদ্রবণীয়, অদ্রবণীয়
Ο গ)
দ্রবণীয়, অদ্রবণীয়
Ο ঘ)
দ্রবণীয়, দ্রবণীয়
সঠিক উত্তর: (গ)
২৭.
আবিষ্কৃত মৌলসমূহের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায়
কয়টি?
Ο ক)
৯৬
Ο খ)
৯৭
Ο গ)
৯৮
Ο ঘ)
৯৯
সঠিক উত্তর: (গ)
২৮.
পটাসিয়ামের অবস্থান পর্যায় সারণির ৪র্থ পর্যায়ে-
i. পটাসিয়াম পরমাণুতে ইলেকট্রনসমূহ চারটি
স্তরে থাকে
ii. পটাসিয়ামের যোজনী এক
iii. পটাসিয়াম পরমাণুর সর্বশেষ স্তরে ইলেকট্রন
আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i ও iii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯.
স্থুল সংকেতের ক্ষেত্রে-
i. একাধিক যৌগের একই স্থুল সংকেত হতে পারে
ii. সর্বক্ষেত্রে স্থূল সংকেত আণবিক
সংকেতের সমান হয়
iii. স্থুল সংকেত পরমাণুসমূহের আপেক্ষিক
অনুপাত বুঝায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i ও iii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩০.
যে সকল পদার্থকে প্রকৃতিকে মৌলিক
পদার্থরূপে পাওয়া যায় তাদেরকে বলে –
Ο ক)
খনিজ
Ο খ)
কঠিন খনিজ
Ο গ)
মৌলিক খনিজ
Ο ঘ)
যৌগিক খনিজ
সঠিক উত্তর: (গ)
৩১.
তাপ ও আলোক কিভাবে সঞ্চালিত হয়?
Ο ক)
অতি বেগুনী তরঙ্গ আকারে
Ο খ)
তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে
Ο গ)
অণুদের্ঘ্য তরঙ্গ আকারে
Ο ঘ)
বিটা তরঙ্গ আকারে
সঠিক উত্তর: (খ)
৩২.
আয়োডিনের পারমাণবিক ভর কোনটি?
Ο ক)
96
Ο খ)
112
Ο গ)
114
Ο ঘ)
126.9
সঠিক উত্তর: (ঘ)
৩৩.
ক্যাথোড কী?
Ο ক)
ধনাত্মক তড়িদ্বার
Ο খ)
ঋণাত্মক তড়িদ্বার
Ο গ)
নিরপেক্ষ তড়িদ্বার
Ο ঘ)
কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
৩৪.
একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২,৮,৮,১ হলে
পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়?
Ο ক)
৫ম পর্যায়ে ১ গ্রুপে
Ο খ)
৪র্থ পর্যায়ে ১ গ্রুপে
Ο গ)
৩য় পর্যায়ে ১ গ্রুপে
Ο ঘ)
৬ষ্ঠ পর্যায়ে ১ গ্রুপে
সঠিক উত্তর: (খ)
৩৫.
শেয়ারকৃত ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতাকে
কী বলে?
Ο ক)
তড়িৎ ধনাত্মকতা
Ο খ)
তড়িৎ ঋণাত্মকতা
Ο গ)
তড়িৎ নিরপেক্ষতা
Ο ঘ)
পোলারিটি
সঠিক উত্তর: (খ)
৩৬.
49 গ্রাম সালফিউরিক এসিড সমান কত মোল?
Ο ক)
1 মোল
Ο খ)
½ মোল
Ο গ)
2 মোল
Ο ঘ)
2/3 মোল
সঠিক উত্তর: (খ)
৩৭.
পিতল তৈরিতে ব্যবহৃত হয় –
Ο ক)
কপার ও জিঙ্ক
Ο খ)
কপার ও টিন
Ο গ)
জিঙ্ক ও টিন
Ο ঘ)
কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৩৮.
রাসায়নিক সমীকরণ সঠিকভাবে লিখতে হলে-
i. বিক্রিয়ক ও উৎপাদন সঠিক আণবিক সংকেত
লিখতে হবে
ii. বিক্রিয়কমূহকে বামপাশে এবং উৎপাদসমূহকে
ডানপাশে লিখতে হবে
iii. বিক্রিয়ক ও উৎপাদসমূহের মাঝে সমান (=) বা
তীর(→) চিন্হ দিতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i ও iii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯.
কোন দেশের শিল্পায়নের মানদন্ড –
Ο ক)
দেশের অবকাঠামো
Ο খ)
G.D.P
Ο গ)
মাথাপিছু আয়
Ο ঘ)
H2SO4 উৎপাদন
সঠিক উত্তর: (ঘ)
৪০.
বিক্রিয়ার হার-
i. তাপামাত্রার বৃদ্ধির সাথে বাড়ে
ii. �বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়
iii. সকল ক্ষেত্রে চাপ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i ও iii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১.
কোনটি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস?
Ο ক)
2,8,8,1
Ο খ)
2,8,8,2
Ο গ)
2,8,1
Ο ঘ)
2,8,2
সঠিক উত্তর: (খ)
৪২.
পানির সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটে?
Ο ক)
পানি বিয়োজিত হয়
Ο খ)
পানি উৎপন্ন হয়
Ο গ)
কেলাস গঠিত হয়
Ο ঘ)
পানি বাষ্প হয়ে উড়ে যায়
সঠিক উত্তর: (গ)
৪৩.
ধাতু নিষ্কাশনের তৃতীয় ধাপ কোনটি?
Ο ক)
আকরিক ঘনীকরণ
Ο খ)
আকরিক বিচূর্ণন
Ο গ)
ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর
Ο ঘ)
ধাতু বিশোধন
সঠিক উত্তর: (গ)
৪৪.
অ্যামোনিয়াম মূলকের যোজনী কত?
Ο ক)
1
Ο খ)
2
Ο গ)
3
Ο ঘ)
4
সঠিক উত্তর: (ক)
৪৫.
ক্ষারধাতু সমূহের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক)
উচ্চ গলনাঙ্কবিশিষ্ট
Ο খ)
নিম্নগলনাঙ্ক বিশিষ্ট
Ο গ)
গলনাঙ্ক নেই বললেই চলে
Ο ঘ)
গলনাঙ্ক সুপ্তাবস্থায় থাকে
সঠিক উত্তর: (খ)
৪৬.
H2O কত মোল পানি নির্দেশ করে?
Ο ক)
এক মোল
Ο খ)
দুই মোল
Ο গ)
তিন মোল
Ο ঘ)
শূণ্য মোল
সঠিক উত্তর: (ক)
৪৭.
[CuCO3.Cu(OH)2] এর বর্ণ –
Ο ক)
সবুজ
Ο খ)
নীল
Ο গ)
কালো
Ο ঘ)
বর্ণহীন
সঠিক উত্তর: (ক)
অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন তিনটির উত্তর দাও :
> পরীক্ষাগারে রহিম বীকারের 58.5g খাদ্য
লবণে সিলভার নাইট্রেট দিলে বীকারের তলায়
107.9g সাদা অধঃক্ষেপ এবং ধাতব নাইট্রেট উৎপন্ন
হল।
৪৮.
উদ্দীপকের বিক্রিয়ায় মূলক কোনটি?
Ο ক)
NH4
Ο খ)
NO3
Ο গ)
CO3
Ο ঘ)
SO4
সঠিক উত্তর: (খ)
৪৯.
উদ্দীপকে উল্লিখিত সাদা অধঃক্ষেপ কোন
যৌগের?
Ο ক)
NH4CI
Ο খ)
H2CO3
Ο গ)
AgCI
Ο ঘ)
HCN
সঠিক উত্তর: (গ)
৫০.
উদ্দীপকে বিবৃত বিক্রিয়ায়-
i. বিক্রিয়ক ও উৎপাদনের ভর একই
ii. উভয় বিক্রিয়কের বিয়োজক ঘটে
বিক্রিয়ক ও উৎপাদের ধর্ম একই
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i ও iii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
i ii ও iii
সঠিক উত্তর: (ক)

Psc Jsc Ssc Hsc Bcs Degree ইত্যাদি মব পরীক্ষার 100% কমন সাজেশান পেতে TipsRain.Com এ আসবেন