কেমন আছো? আর বেশিদিন নাই পরীক্ষার, পড়ার পাশাপাশি আমাদের দেয়া সাজেশান গুলাও ফলো করবা তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবা
১। উৎপাদনের বাহন কি?
উত্তর : শিল্প।
২। পণ্যের বণ্টনকারী শাখাকে কি
বলে?
উত্তর : বাণিজ্য।
৩। পণ্য বিনিময় কয় ধরনের?
উত্তর : দু’ধরনের।
৪। পণ্যের মান নির্দিষ্টকরণকে কি
বলে?
উত্তর: প্রমিতকরণ।
৫। অর্থনৈতিক কাজ যখন
অর্থোপার্জনের উদ্দেশ্যে
সম্পাদিত হয় তখন তাকে কি বলে?
উত্তর : ব্যবসায়িক কাজ।
৬। ব্যবসায়ের মুখ্য কাজ কি?
উত্তর : উৎপাদন।
৭। মুনাফা অর্জনের উদ্দেশ্য কয়টি?
উত্তর : তিনটি।
৮। ব্যবসায়ের অত্যাবশ্যকীয় উপাদান
কি?
উত্তর : জনশক্তি।
৯। উন্নত পণ্য ও সেবা সরবরাহ ব্যবসায়ের
কোন উদ্দেশ্যের অর্ন্তগত?
উত্তর : সামাজিক ও মানবিক।
১০। ব্যবসায়ের অন্যতম প্রধান উদ্দেশ্য
কি?
উত্তর : মুনাফা অর্জন।
১১। শিল্প ক্ষেত্রে শিল্পোন্নয়নের
জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কি?
উত্তর : সৌহার্দ্যপূর্ণ শ্রম-ব্যবস্থাপনা
সম্পর্ক।
১২। পরিবহন কি?
উত্তর : নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে
পণ্য-দ্রব্য
একস্থান থেকে অন্যস্থানে
স্থানান্তর করার একটি
মাধ্যম হলো পরিবহন।
১৩। কোনটি ব্যবসায়ের ঝুঁকি সংক্রান্ত
প্রতিবন্ধকতা দূর করে?
উত্তর : বীমা।
১৪। একটি অঞ্চলের জলবায়ু, ভূমি ও
প্রাকৃতিক
সম্পদাদি মিলে সৃষ্টি হয় কোন ধরনের
পরিবেশ?
উত্তর : প্রাকৃতিক পরিবেশ।
১৫। বাংলাদেশের জনগণের প্রধান
উপজীবিকা কি?
উত্তর : কৃষি কাজ।
১৬। দেশের প্রধান চাকরিদাতা
উত্তর : সরকার।
১৭। বেকারদের কয় শ্রেণীতে ভাগ
করা হয়েছে?
উত্তর : দু’শ্রেণীতে।
১৮। গৌন উৎপাদন কি?
উত্তর : যন্ত্রশিল্পের দ্বারা সম্পদ
প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্য-দ্রব্য
ও সেবা সৃষ্টি করাকে গৌণ উৎপাদন
বলে।
১৯। পৃথিবীর জনসংখ্যাকে
জাতিভেদে কয় শ্রেণীতে ভাগ করা
যায়?
উত্তর : তিন ভাগে।
২০। অপ্রাকৃতিক পরিবেশের একটি
মূল্যবান উপকরণ কি?
উত্তর : ঐতিহ্য।
২১। একটি সংগঠন স্থাপনের প্রাথমিক
প্রচেষ্টাকে কি বলে?
উত্তর : ব্যবসায় উদ্যেগ।
২২। আত্মকর্মসংস্থানের ক্ষেত্র কয়টি?
উত্তর : ২৯টি।
২৩। উদ্যোক্তা কোন ধরনের কাজে
আনন্দ পায়?
উত্তর : চ্যালেঞ্জমূলক কাজে।
২৪। একজন সফল উদ্যোক্তার
ব্যতিক্রমধর্মী গুণ কি?
উত্তর : সাফল্য লাভের তীব্র
আকাক্সক্ষা।
২৫। কোন ব্যবসায় সংগঠনে ব্যবসায়
আরম্ভ করার জন্য ব্যক্তিগত উদ্যোগই
যথেষ্ট?
উত্তর : একমালিকানা ব্যবসায় সংগঠন।
২৬। কত সালের আইন অনুযায়ী
অংশীদারি ব্যবসায় গঠিত?
উত্তর : ১৯৩২ সালের।
২৭। চুক্তিপত্র কি?
উত্তর : অংশীদারি ব্যবসায়ে লিখিত
চুক্তিকে
চুক্তিনামা বা চুক্তিপত্র বলে।
২৮। কোম্পানির মূল দলিল কি?
উত্তর : স্মারকলিপি।
২৮। কোম্পানির মূল দলিল কি?
উত্তর : স্মারকলিপি।
২৯। ১৯৯৪ সালের আইন অনুযায়ী কোন
ব্যবসায় পরিচালিত হয়?
উত্তর : কোম্পানি সংগঠন।
৩০। কোন ব্যবসায় সংগঠনের
ব্যবস্থাপনা পদ্ধতি গণতান্ত্রিক?
উত্তর : কোম্পানি সংগঠন।
৩১। কোম্পানির অভ্যন্তরীণ
কার্যাবলি পরিচালনার
নিয়ম-কানুন লিপিবদ্ধ করে কি প্রস্তুত
করা হয়?
নিয়মাবলি।
৩২। সমবায়ের অপর নাম কি?
উত্তর : সহযোগিতা।
৩৩। কোন ব্যবসায় সংগঠনের সদস্যরা
শেয়ার
মূলধনের এক-পঞ্চমাংশের অধিক
মূল্যের শেয়ার ক্রয়
করতে পারে না?
উত্তর : সমবায় সমিতির সদস্যরা।
৩৪। কোন ব্যবসায় সংগঠনকে
মধ্যবিত্তের সংগঠন বলা হয়?
উত্তর : সমবায় সমিতিকে।
৩৫। ‘জনকল্যাণ’ কোন ব্যবসায়ের মুখ্য
উদ্দেশ্য?
উত্তর : রাষ্ট্রীয় ব্যবসায়।
৩৬। সমবায় সমিতির মূল স্তম্ভ কি?
উত্তর : একতা।
৩৭। রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্যতম
মৌলিক নীতি কি?
উত্তর : জনস্বার্থ সংরক্ষণ।
৩৮। পণ্য-দ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজকে কি
বলা হয়?
উত্তর : বাজারজাতকরণ।
৩৯। কোন সংগঠনকে বার্ষিক মুনাফার
১৫% সঞ্চয় তহবিলে জমা রাখতে হয়?
উত্তর : সমবায় সমিতি।
৪০। কোম্পানির জš§ পত্রিকা বলা হয়
কোনটিকে?
উত্তর : নিবন্ধনপত্রকে।
৪১। সমবায়ের মুখ্য উদ্দেশ্য কি?
উত্তর : সেবা।
৪২। বাজারজাতকরণ পণ্যের কয় ধরনের
উপযোগ সৃষ্টি করে?
উত্তর : তিন ধরনের।
৪৩। কখন বিপুল উৎপাদন সম্ভব হয় না?
উত্তর : পণ্যের বাজার বিস্তৃত না হলে।
৪৪। বাজারজাতকরণের প্রতিটি
পর্যায়ে কি করতে হয়?
উত্তর : পণ্য সংরক্ষণ
[h3]Stay With Trickbd[/h3]
Psc,Jsc,Ssc 100% কমন কোয়েশ্চেন পেতে ভিসিট করবেন TipsRain.Com