Site icon Trickbd.com

এসএসসি পরীক্ষা 2017 “ব্যবসায় পরিচিতি” সুপার সাজেশন নিয়ে নাও এখনি!

Unnamed

কেমন আছো? আর বেশিদিন নাই পরীক্ষার, পড়ার পাশাপাশি আমাদের দেয়া সাজেশান গুলাও ফলো করবা তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবা

১। উৎপাদনের বাহন কি?
উত্তর : শিল্প।
২। পণ্যের বণ্টনকারী শাখাকে কি
বলে?
উত্তর : বাণিজ্য।
৩। পণ্য বিনিময় কয় ধরনের?
উত্তর : দু’ধরনের।
৪। পণ্যের মান নির্দিষ্টকরণকে কি
বলে?
উত্তর: প্রমিতকরণ।
৫। অর্থনৈতিক কাজ যখন
অর্থোপার্জনের উদ্দেশ্যে
সম্পাদিত হয় তখন তাকে কি বলে?
উত্তর : ব্যবসায়িক কাজ।
৬। ব্যবসায়ের মুখ্য কাজ কি?
উত্তর : উৎপাদন।
৭। মুনাফা অর্জনের উদ্দেশ্য কয়টি?
উত্তর : তিনটি।
৮। ব্যবসায়ের অত্যাবশ্যকীয় উপাদান
কি?
উত্তর : জনশক্তি।
৯। উন্নত পণ্য ও সেবা সরবরাহ ব্যবসায়ের
কোন উদ্দেশ্যের অর্ন্তগত?
উত্তর : সামাজিক ও মানবিক।
১০। ব্যবসায়ের অন্যতম প্রধান উদ্দেশ্য
কি?
উত্তর : মুনাফা অর্জন।
১১। শিল্প ক্ষেত্রে শিল্পোন্নয়নের
জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কি?
উত্তর : সৌহার্দ্যপূর্ণ শ্রম-ব্যবস্থাপনা
সম্পর্ক।
১২। পরিবহন কি?
উত্তর : নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে
পণ্য-দ্রব্য
একস্থান থেকে অন্যস্থানে
স্থানান্তর করার একটি
মাধ্যম হলো পরিবহন।
১৩। কোনটি ব্যবসায়ের ঝুঁকি সংক্রান্ত
প্রতিবন্ধকতা দূর করে?
উত্তর : বীমা।
১৪। একটি অঞ্চলের জলবায়ু, ভূমি ও
প্রাকৃতিক
সম্পদাদি মিলে সৃষ্টি হয় কোন ধরনের
পরিবেশ?
উত্তর : প্রাকৃতিক পরিবেশ।
১৫। বাংলাদেশের জনগণের প্রধান
উপজীবিকা কি?
উত্তর : কৃষি কাজ।
১৬। দেশের প্রধান চাকরিদাতা

হিসেবে পরিগণিত কে?
উত্তর : সরকার।
১৭। বেকারদের কয় শ্রেণীতে ভাগ
করা হয়েছে?
উত্তর : দু’শ্রেণীতে।
১৮। গৌন উৎপাদন কি?
উত্তর : যন্ত্রশিল্পের দ্বারা সম্পদ
প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্য-দ্রব্য
ও সেবা সৃষ্টি করাকে গৌণ উৎপাদন
বলে।
১৯। পৃথিবীর জনসংখ্যাকে
জাতিভেদে কয় শ্রেণীতে ভাগ করা
যায়?
উত্তর : তিন ভাগে।
২০। অপ্রাকৃতিক পরিবেশের একটি
মূল্যবান উপকরণ কি?
উত্তর : ঐতিহ্য।
২১। একটি সংগঠন স্থাপনের প্রাথমিক
প্রচেষ্টাকে কি বলে?
উত্তর : ব্যবসায় উদ্যেগ।
২২। আত্মকর্মসংস্থানের ক্ষেত্র কয়টি?
উত্তর : ২৯টি।
২৩। উদ্যোক্তা কোন ধরনের কাজে
আনন্দ পায়?
উত্তর : চ্যালেঞ্জমূলক কাজে।
২৪। একজন সফল উদ্যোক্তার
ব্যতিক্রমধর্মী গুণ কি?
উত্তর : সাফল্য লাভের তীব্র
আকাক্সক্ষা।
২৫। কোন ব্যবসায় সংগঠনে ব্যবসায়
আরম্ভ করার জন্য ব্যক্তিগত উদ্যোগই
যথেষ্ট?
উত্তর : একমালিকানা ব্যবসায় সংগঠন।
২৬। কত সালের আইন অনুযায়ী
অংশীদারি ব্যবসায় গঠিত?
উত্তর : ১৯৩২ সালের।
২৭। চুক্তিপত্র কি?
উত্তর : অংশীদারি ব্যবসায়ে লিখিত
চুক্তিকে
চুক্তিনামা বা চুক্তিপত্র বলে।
২৮। কোম্পানির মূল দলিল কি?
উত্তর : স্মারকলিপি।
২৮। কোম্পানির মূল দলিল কি?
উত্তর : স্মারকলিপি।
২৯। ১৯৯৪ সালের আইন অনুযায়ী কোন
ব্যবসায় পরিচালিত হয়?
উত্তর : কোম্পানি সংগঠন।
৩০। কোন ব্যবসায় সংগঠনের
ব্যবস্থাপনা পদ্ধতি গণতান্ত্রিক?
উত্তর : কোম্পানি সংগঠন।
৩১। কোম্পানির অভ্যন্তরীণ
কার্যাবলি পরিচালনার
নিয়ম-কানুন লিপিবদ্ধ করে কি প্রস্তুত
করা হয়?
উত্তর : সংঘবিধি/পরিমেল
নিয়মাবলি।
৩২। সমবায়ের অপর নাম কি?
উত্তর : সহযোগিতা।
৩৩। কোন ব্যবসায় সংগঠনের সদস্যরা
শেয়ার
মূলধনের এক-পঞ্চমাংশের অধিক
মূল্যের শেয়ার ক্রয়
করতে পারে না?
উত্তর : সমবায় সমিতির সদস্যরা।
৩৪। কোন ব্যবসায় সংগঠনকে
মধ্যবিত্তের সংগঠন বলা হয়?
উত্তর : সমবায় সমিতিকে।
৩৫। ‘জনকল্যাণ’ কোন ব্যবসায়ের মুখ্য
উদ্দেশ্য?
উত্তর : রাষ্ট্রীয় ব্যবসায়।
৩৬। সমবায় সমিতির মূল স্তম্ভ কি?
উত্তর : একতা।
৩৭। রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্যতম
মৌলিক নীতি কি?
উত্তর : জনস্বার্থ সংরক্ষণ।
৩৮। পণ্য-দ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজকে কি
বলা হয়?
উত্তর : বাজারজাতকরণ।
৩৯। কোন সংগঠনকে বার্ষিক মুনাফার
১৫% সঞ্চয় তহবিলে জমা রাখতে হয়?
উত্তর : সমবায় সমিতি।
৪০। কোম্পানির জš§ পত্রিকা বলা হয়
কোনটিকে?
উত্তর : নিবন্ধনপত্রকে।
৪১। সমবায়ের মুখ্য উদ্দেশ্য কি?
উত্তর : সেবা।
৪২। বাজারজাতকরণ পণ্যের কয় ধরনের
উপযোগ সৃষ্টি করে?
উত্তর : তিন ধরনের।
৪৩। কখন বিপুল উৎপাদন সম্ভব হয় না?
উত্তর : পণ্যের বাজার বিস্তৃত না হলে।
৪৪। বাজারজাতকরণের প্রতিটি
পর্যায়ে কি করতে হয়?
উত্তর : পণ্য সংরক্ষণ
[h3]Stay With Trickbd[/h3]

Psc,Jsc,Ssc 100% কমন কোয়েশ্চেন পেতে ভিসিট করবেন TipsRain.Com