সকলে আশা করি ভালো আছেন।
ভালো থাকারই কথা।
কারন Trickbd নামের এই সাইট থেকে আমরা সকলে অনেক কিছু শিখতে পারি।
আর আমি আপনাদের জন্য প্রতিনিয়ত লেখাপড়ার বিষয়ে ট্রিকবিডিতে পোষ্ট করতে চেষ্টা করব।
তো যাই হোক আজকের পোষ্ট শুরু করি বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য
এসএসসি পরীক্ষার প্রস্তুতি- (রসায়ন বিজ্ঞান)
চতুর্থ অধ্যায়:::
চতুর্থ অধ্যায় : সংকেত, যোজনী ও সমীকরণ
♦জ্ঞানমূলক প্রশ্ন :
♦১। প্রতীক কী?
উত্তর : কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশ বা রূপকে ওই মৌলের প্রতীক বলা হয়। হাইড্রোজেনের প্রতীক (H)
♦২। স্থূল সংকেত কী?
উত্তর : কোনো যৌগের অণুতে বিদ্যমান মৌলগুলোর পরমাণুগুলোর সংখ্যা যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অনুপাতে আছে, তার সংক্ষিপ্ত প্রকাশকে ওই যৌগের স্থূল সংকেত বলা হয়। অ্যাসিটিলিনের স্থূল সংকেত CH.
♦৩। আণবিক সংকেত কী?
উত্তর : কোনো বস্তুর অণুতে তার উপাদান পরমাণুগুলো পরস্পরের সঙ্গে কীভাবে সংযুক্ত আছে তা দেখানোর জন্য যে সংকেত ব্যবহৃত হয়, তাকে বস্তুটির গাঠনিক সংকেত বলা হয়।
♦৪। পরিবর্তনশীল যোজনী কী?
উত্তর : যে মৌলের একাধিক যোজনী আছে, তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। আয়রনের (Fe) যোজনী যথাক্রমে ২ এবং ৩।
♦৫। যোজনী কাকে বলে?
উত্তর : কোনো মৌলের সঙ্গে অন্য মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। হাইডোজেনের যোজনী ১।
♦৬। সক্রিয় যোজনী কী?
উত্তর : কোনো যৌগে কোনো মৌলের কার্যকর যোজনীকে সক্রিয় যোজনী বলা হয়। কার্বন ডাইঅক্সাইডের (CO2) কার্বনের সক্রিয় যোজনী ৪.
♦৭। সুপ্ত যোজনী কী?
উত্তর : কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলা হয়। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বনের সক্রিয় যোজনী ২। এবং C-এর সর্বোচ্চ যোজনী 4. তাহলে পার্থক্য 4-2=2 হলো সুপ্ত যোজনী।
♦৮। রাসায়নিক সমীকরণ কী?
উত্তর : রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তার সংক্ষিপ্ত প্রকাশকে রাসায়নিক সমীকরণ বলা হয়, যথা_
Zn SO4+Cu = Zn SO4 + Cu
♦৯। বিক্রিয়ক (Reactants) কী?
উত্তর : যেসব বস্তু কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদের বিক্রিয়ক বলে। বাম দিকে হয়
বিক্রিয়কগুলোর অবস্থান (সমীকরণ লেখার সময়)।
♦১০। উৎপাদ বা উৎপন্ন দ্রব্য (Products) কী?
উত্তর : বিক্রিয়ার ফলে যা উৎপন্ন হয়, তাদের উৎপাদ বা উৎপন্ন দ্রব্য বলা হয়। ডান দিকে বসে উৎপাদগুলো (সমীকরণ লেখার সময়)।
♦অনুধাবনমূলক প্রশ্নোত্তর
♦♦১। সালফিউরিক এসিডের আণবিক ভর বের কর।
হাইড্রোজেনের পারমাণবিক ভর =১
সালফারের পারমাণবিক ভর =৩২
অক্সিজেনের পারমাণবিক ভর =১৬
♦♦তাহলে, 1X2+32+16 X 4 =98
সালফিউরিক এসিডের আণবিক ভর =৯৮
Thanks for read this post,,,,,,,,,,,
And stay with trickbd.com