Site icon Trickbd.com

[Mega Trick][New] পড়তে বসে আজেবাজে শব্দ কানে আসে, মনোযোগ নষ্ট হয় ?? শান্তির ঘুম হয়না? তাহলে শিখে নিন এই MC2 Method – by Riadrox

Unnamed

[Mega Trick][New] পড়তে বসে আজেবাজে শব্দ কানে আসে, মনোযোগ নষ্ট হয় ?? শান্তির ঘুম হয়না? তাহলে শিখে নিন এই MC2 Method – by Riadrox


My Quotes

## সবাইকে সালাম।

## ট্রিকবিডিতে এখন আগের চেয়ে অনেক ভাল ও ওয়ার্কিং পোস্ট হয়। ফ্রিনেটের টিপসগুলোও অনেক কাজের। এজন্য টিউনারদেরকে আবারও ধন্যবাদ জানাই।

## তবে আমার উপদেশ হলো পোস্টগুলো বড় করে লেখা, লাইনের মাঝে স্পেস দেওয়া। আর তাড়াহুড়ো করে না লেখা, লেখলেও পরবর্তীতে ইডিট করে করে সুন্দর করার চেষ্টা।

Introduction

## আজ এন্ড্রয়েডের জগত থেকে বের হয়ে সম্পূর্ন নতুন জগতের পোস্ট করব। আজকের পোস্টে এমন একটা পদ্ধতি শিখবেন যা হয়ত আগে কখনই শেখেননি।

## আমার কাছে সবচেয়ে কঠিন কাজ হল পড়ায় মনোযোগ বৃদ্ধি করা। কারণ, ঐ সময়েই পৃথিবীর সমস্ত শব্দ মনে হয় গ্রাস করে ফেলে আমাকে।

## আজকের পদ্ধতিটা শুধু পড়ার ক্ষেত্রেই নয়, রিলাক্সেশন (Relaxation), অতিরিক্ত শব্দ থেকে মুক্তি। আর এট সম্ভব শুধুমাত্র White Noise এর বদৌলতে।

## ইউটিউবের এক সেশনে আমি প্রথম White Noise এর কথা শুনি। চলুন দেখা যাক,

White Noise কি?

হোয়াইট নয়েজ বলতে বোঝায়
প্রায়ই একই মাত্রার বিভিন্ন
ধরনের শব্দের এক সমন্বয়। মাতৃগর্ভে
শিশু ক্রমাগত নানা ধরনের শব্দ

শুনতে থাকে – মায়ের রক্ত চলাচল,
হৃদস্পন্দন আর সেই সঙ্গে মায়ের
কথা বলার শব্দ তার জন্য পরম
নির্ভরতার ধ্বণি হয়ে দাড়ায়।
জন্মের পর হঠাৎ নীরবতার সঙ্গে
অভ্যস্ত হতে তার সময় লাগে।
দেখা গেছে হোয়াইট নয়েজ
শোনালে অনেক শিশু ঘুমিয়ে
পড়ে খুব সহজেই। একেকটা বাচ্চা একেক
রকম শব্দ পছন্দ করে।

## অনেকরকম হোয়াইট নয়েজ আছে – বৃষ্টির শব্দ,
সমুদ্রের ঢেউয়ের শব্দ, হার্টবিটের
শব্দ, ভ্যাকুয়াম ক্লিনারের শব্দ, ফ্যানের শব্দ, টিভির ঝিরঝির শব্দ, ইত্যাদি।

## হোয়াইট
নয়েজের অনেক অ্যাপ পাওয়া
যায়, সাথে Mp3 Files ও। আপনি কোন ধরনের শব্দ পছন্দ করেন তা শুনে শুনে নির্ধারন করতে হবে।

এবার MC-2 মেথড কাজে লাগানোঃ


১) এপের মাধ্যমে –

White Noise Full Cracked

—– এই অ্যাপে অনেক রকম শব্দ পাবেন। যেটা ভাল লাগে সেটা শুনতে পারবেন। টাইম সেট করতে পারবেন রাতে ঘুমিয়ে গেলেও সমস্যা নাই।

২) MC2 ওয়েবসাইট –

MC2 Method

——– এই সাইটে আলাদা আলাদা শব্দের ফাইল দেওয়া আছে। প্রতিটি শব্দের সাইজ ১০এমবি। ৬০ এমবির গুলো ঘুমের ক্ষেত্রে। আপনি ১০ এমবির টা ডাউনলোড দিয়ে মিউজিক প্লেয়ারে অন করে দুকানে ইয়ার ফোন লাগিয়ে উপভাগ করবেন।


## অনেকক্ষণ শোনার পর যদি মনে হয় আর ভালো লাগছে না, তবে চেন্জ করে নিবেন।

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
আমার ফেসবুক পেজ

Exit mobile version