আসসালামুআলাইকুম.
আবারও চলে এলাম।
টাইটেল দেখেই বুঝেছেন এজন্য কিছু বললাম না।
#তবে আমি প্রায়ই যে কথা বলে থাকি পড়ার বিকল্প কিছু নাই।
#সাজেশন হচ্ছে অতিরিক্ত।
#তো যাই হোক আজ ১,২ এবং ৩ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়টি ট্রিকবিডিতে উপস্থাপন করছি।#পড়বেন আপনি কাজে লাগবে আপনার।
১ অধ্যায়:
#বোর্ড পরিক্ষায় এখান থেকে সৃজনশীল পড়ার সম্ভাবনা খুবই কম।
#তবে গুরুত্বপূর্ণ হচ্ছে পৃষ্ঠা:
**২ এর ছকটা।আর
অধ্যায় ২:
এখান থেকেও সৃজনশীল আসার সম্ভাবনা কম।
তবে এই অধ্যায়ের গুরুত্বপৃর্ণ হচ্ছে **২০ পৃষ্ঠার ২.৫ এবং ২.৬।
**২১ পৃ: তরল পদার্থের স্ফুটন।
অধ্যায় ৩:
একটা প্রশ্ন অবশ্যই এই অধ্যায় থেকে আসতে পারে এবং বোর্ড পরীক্ষায় এসেও থাকে।
**পারমানবিক ভর,ইলেকট্রন বিন্যাস খুবই গুরুত্ব দিতে হবে।
**৩০,৩১ পৃষ্ঠার ছকটি ভালোভাবে পড়ুন।
**৩২ পৃষ্ঠার তেজস্ক্রিয় আইসোটপের ব্যবহার।
**৩৫ পৃষ্ঠা বোর পরমাণু মডেল।
***৩৮ পূষ্ঠা একদম নিচে 1s,2s,2p……অবশ্যই পরপর মুখস্ত থাকতে হবে।
#আশা করি এগুলো পরিক্ষার আগে রিভিশন দিয়ে হলে যাবেন।
#অবশ্য আজকে ৩টা দিয়েছি।
Full Credit:Shohagh