Site icon Trickbd.com

[SSC][Part2]রসায়নের ১০০% কমন সাজেশন।[Science group]

Unnamed

#সবাই আশা করি ভালো আছেন।
#তো আজ বেশি কথা বলব না।
#আগের দিন ১,২ এবং ৩ অধ্যায় থেকে ট্রিকবিডিতে লিখেছি।
#যারা দেখেননি আমার প্রফাইল এ গিয়ে দেখে নিন।
#যাই হোক আজ ট্রিকবিডিতে লিখব ৪ এবং ৫ অধ্যায় থেকে।

#বিষয়গুলো নোট করে নিন…
৪ অধ্যায়:
এই অধ্যায় থেকে থেকে অবশ্যই একটা প্রশ্ন বোর্ড পরীক্ষায় পাবেন।

***পর্যায় সারণি ১_৩৬ পর্যন্ত মৌলগুলো অবশ্যই মুখস্ত করে নিন।
**পৃষ্ঠা:৪৫ এর ৪.৫ বিষয়গুলো ভালোভাবে পড়ুন।
**পৃষ্ঠা:৪৯ এর ৪.৯ পরিক্ষাটি ভালোভাবে পড়ুন।

**বিশেষ করে এই অধ্যায় থেকে পর্যায় সারণির হয়তো একটা মৌল তুলে দিয়ে A.B.C ইত্যাদি দিয়ে রাখে।এজন্য গাইডের প্রশ্ন গুলো খুলে দেখুন।
কাজে লাগবে আপনার।
অধ্যায় ৫:
এখান থেকেও একটা প্রশ্ন পাবেন।

***৫৫ এবং ৫৬ পৃষ্ঠা যে ছকটা অবশ্যই মুখস্ত রাখবেন।
**৫৮ পৃ: উপরের কয়েকটা ইলেকট্রন বিন্যাস

**৫৮ পৃ: অষ্টক ও দুয়ের নিয়ম।

**[বি:দ্র=অতিরিক্ত হাজার হাজার প্রশ্ন গাইডে পাবেন।তার মধ্য থেকে বইয়ের পাঠের সাথে যে প্রশ্ন গুলো আছে শুধু সেগুলাই যথেষ্ট]

#পরবর্তি পোষ্টগুলো দেখতে ট্রিকবিডির সাথে থাকুন।

Full credit:M.H. Shohagh

#একটা কথা আমি নিজে থেকেই লিখি।গুগলে কোথাও পোষ্টটি পাবেন না