Site icon Trickbd.com

[New][Education] খুব সহজে শিখুন কিভাবে ইংরেজিতে সময় বলতে হয় – এটা না শিখলে অনেক বড় লস। – by Riadrox

Unnamed

[New][Education] খুব সহজে শিখুন কিভাবে ইংরেজিতে সময় বলতে হয় – এটা না শিখলে অনেক বড় লস। – by Riadrox


## ইংরেজিতে সময় বলা খুব ছোটবেলায় শিখেছি। তাও সম্পূর্ণ সঠিকভাবে নয়।

## সময় বলাটা বাংলাতে যতটা সহজ, ইংরেজিতে তার চেয়ে বেশি সহজ। তবে আসল সমস্যা হলো মনে থাকে না।

## তো মনে রাখার জন্য আপনাদেরকে কিছু বলব না। আপনাদের কেউ যদি সময় বলতে বলে,
আপনি বেশি ভাব নেওয়ার জন্য ইংরেজিতে সময়টা বলে দেবেন।

## এতে আপনার চর্চা তো হবেই, সমাজের কাছে আপনি শিক্ষিত শিক্ষিত ভাব নিয়ে থাকতে পারবেন।

## এ কাজটা করা সম্ভব শুধু নিচের ছবিটা দেখে।।

## প্রথমে ঘড়ির দিকে তাকাবেন। কি লেখা আছে জাস্ট একবার পড়বেন।

আর নিচের উদাহরণগুলো ঘড়ির দিকে তাকিয়ে মিলিয়ে নিবেন, আর দেখবেন ম্যাজিক কাকে বলে।

## কেউ যদি বেশি জেনে থাকেন তাদের জন্য এ পোস্ট নয়, এ পোস্ট শুধু অজ্ঞ আর কৌতুহলী ব্যক্তিদের জন্য।

,

,
,
,
,
,
,
,

ছবিটিতে ক্লিক করে ডাউনলোড করুন আর জুম করে দেখুন। সুবিধা হবে।

,
,
,
,
,
,


Thanks to #Robin501 (Pic Credit)

—————————————————————————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Like : On Facebook to Get Updates!