বিসমিল্লাহির রহমানির রহিম
আস সালামু আলাইকুম।
আশা করি আমাদের সকলের সাইট ট্রিকবিডি এর সাথে থেকে ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো।ব্যস্ততার জন্য অনেকদিন পর ফিরলাম পোস্ট জগতে পোস্ট নিয়ে।আমার জন্য দোয়া করবেন।
আমি ঢাকা বোর্ড এর এস এস সি পরিক্ষার্থী।
আল্লাহ রহমতে ভালোই পরিক্ষা দিচ্ছি।আজকেও ১০০% কমন প্রশ্নে পরিক্ষা দিয়ে আমি, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।
ঐদিন প্রশ্ন আউট নিয়ে ট্রিকবিডিতে বিতর্ক হয়েছে।
সত্যই ঢাকা বোর্ড এর প্রশ্ন আউট হয়। আমি নিজেও অনেকজনকে দিয়েছি।
।
আমার ১৯ তম পোস্ট এ শুভেচ্ছা।
আপনি যদি এই পোস্ট জানেন তবে পড়তে পারেন কিন্তু দয়া করে বাজে কমেন্ট করবেন না প্লিজ।
এডমিন ভাইও বলে –
তাই খারাপ কমেন্ট এর কোন প্রয়োজন নেই বললেই চলে।খারাপ কমেন্ট একজন টিউনার এর পরবর্তি পোস্ট করার আগ্রহ কমিয়ে দেয়।
গনিত যতটা না কঠিন তার চেয়ে আমরা বেশি ভয় পেয়ে থাকি ত্রিকোণমিতি। কিন্তু এটা মোটেও ততটা কঠিন না।কিছু দিক নির্দেশনামুলক জিনিস বুঝার ক্ষমতা থাকলে সহজেই এটা উত্তর করা যায়।
আর এজন্য সুত্র জানা সবচেয়ে বেশি জরুরি।
আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজে ত্রিকোণমিতি এর সুত্র মনে রাখতে হয়।আমি নিজে একটা নোট লিখেছি।যদিও ইন্টারনেট এর কিছুটা সাহায্য নিয়েছি।সেই সাথে আমার নিজের বুদ্ধির সমন্বয় সাধনের মাধ্যমেই তৈরি করেছিলাম।আজকে শেয়ার করছি।
আশা করি সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ।
এইবার মানের অংক, সেট , লগ সুচক /আনুপাত থেকে আসার সম্ভাবনা বেশি।
সবাই অন্তত পরিসংখ্যান টা আর সেট/মান/ ত্রিকোণমিতি পড়ে গেলে অন্তত পাশ নাম্বার উঠে যাবে।
####সব বিষয়ে সবার বুঝার ক্ষমতা এক নয়।বুঝতে না পারা কোন প্রকার দোষ না।তবে না বুঝে বাজে কমেন্ট করা টা হয়তোবা দোষ।
তাই না বুঝলে কমেন্ট করবেন বুঝানোর দায়িত্ব আমার।।
অথবা ফেসবুকে আমিArfin Piyas
আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ
।
দোয়া করবেন যেনো পরিক্ষা গুলো ভালোভাবে দিতে পারি
দুয়া করবেন আপনাদের জন্য যেন আরো নতুন কিছু শেয়ার করতে পারি।
ভালো থাকেন সুস্থ থাকুন।আমাদের সকলের সাইট ট্রিকবিডির সাথেই থাকুন।
আল্লাহ হাফেয।আস সালামু আলাইকুম