Site icon Trickbd.com

PTE পরীক্ষায় Read aloud এর জন্যে যেভাবে প্রুস্তুতি নিবেন

হেলো । আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আমি ট্রিকবিডি থেকে তামিম আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলব ইংলিশ দক্ষতা টেস্ট PTE নিয়ে। আজকে আমরা PTE এর স্পিকিং মডিউল এর Read Aloud টপিক নিয়ে আলোচনা করবো । স্পিকিং মডিউল এ সর্বমোট 90.5 নাম্বার থাকে , যার মধ্যে Read aloud টপিক এর মধ্যেই 30.5 নাম্বার থাকে । টোটাল PTE পরীক্ষার মধ্যে এটি তৃতীয় গুরুত্বপূর্ণ টপিক । এটির স্কোর এ আই দ্বারা এনালাইসিস করা হয়ে থাকে। যার কারণে কিছু টেকনিক অবলম্বন করতে হবে ভালো নাম্বার তলার জন্যে। 

পরীক্ষার্থীদের উচ্চারণ, স্পষ্টতা, এবং সাবলীলতা পরীক্ষা করা হয়। এই অংশে আপনাকে একটি ছোট প্যারাগ্রাফ দেওয়া হবে যা আপনাকে স্পষ্টভাবে এবং সঠিক উচ্চারণে পড়তে হবে। রেকর্ড শুরু হওয়ার আগে ৪০ সেকেন্ড সময় দেওয়া হবে প্রস্তুতি নেওয়ার জন্য। সম্পূর্ণ শেষ না হলে কোনভাবেই তিন সেকেন্ড থেমে থাকা যাবে না তাহলে অটোমেটিক সাবমিট হয়ে যাবে। স্পিকিং মডিউলে অনেকগুলো Read Aloud  আসবে। 

কেন এই টপিক ?

উচ্চারণ ও স্বচ্ছতা: আপনার পড়ার ধরণ এবং স্পষ্টতার ওপর ভিত্তি করে এখানে নাম্বার নির্ধারণ করা হয়। অর্থাৎ, আপনার প্রতিটি শব্দ পরিষ্কার ও শুদ্ধভাবে উচ্চারণ করা প্রয়োজন।

এই পরীক্ষায় আপনার স্বর, টোন, স্ট্রেস, এবং কিছুটা ভূমিকা পালন করে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো Fluency অথবা সাবলীলতা । 

Read Aloud টপিকে ভালো করার উপায়:

  1. প্রথমেই পুরো টেক্সটটি পড়ে নিন: এখানে আপনাকে ৪০ সেকেন্ড সময় দেওয়া হবে। সময় নষ্ট না করে প্রথমে টেক্সটটি দ্রুত পড়ে নিন এবং কঠিন শব্দগুলোর উপর গুরুত্ব দিয়ে বুঝার চেষ্টা করুন । 
  2. উচ্চারণে মনোযোগ দিন: প্রতিটি শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করার চেষ্টা করুন, যেন এ আই আপনার শব্দগুলো বুঝতে পারে ।
  3. বিরতিহীনভাবে পড়ুন: পড়ার সময় অযথা থেমে যাবেন না। তবে প্রয়োজনে বিরাম চিহ্নে দাড়ি (full stop) এবং কমা (comma) তে এক সেকেন্ড বিরতি নেওয়া ভালো । 
  4. প্রাকটিস করুন: প্রতিদিন বিভিন্ন প্যারাগ্রাফ পড়ে প্রাকটিস করুন এবং নিজের উচ্চারণ ও গতি উন্নত করুন। সম্ভব হলে ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস করতে পারেন। 
  5. নির্দিষ্ট গতিতে বলতে হবে খুব জোরেও না আবার খুব আসতেও পড়া যাবে না ।
  6. যা বলবেন একবারই বলবেন কোন কিছু রিপিট করা যাবে না। রিপিট করলে স্কোর অনেক কমে যাওয়ার সম্ভাবনা আছে।

 

সাধারণ কিছু ভুল এবং ঠিক করার উপায় –
বেশি বিরতি নেওয়া: আপনার পড়ার মধ্যে অযথা বিরতি দেবেন না। দ্রুত পড়ে যাওয়ার চেষ্টা করবেন ।
অন্য উচ্চারণ: যেসব শব্দের উচ্চারণে সন্দেহ আছে, সেগুলোর সঠিক উচ্চারণ আগে থেকে শিখে নিন। যদি ৪০ সেকেন্ডের মধ্যে বুঝতে না পারেন তাহলে ১,২ টা শব্দ বাদ দিলেও সমস্যা নেই । কিন্তু ভুল পরবেন না ।

Read aloud প্র্যাকটিস করার জন্য অনলাইনে ভালো কিছু ওয়েবসাইট রয়েছে। এরমধ্য আমার জানা মতে সবচেয়ে ভালো হলো Apeuni। এতে প্র্যাকটিস করার জন্য অথবা মক টেস্ট দেওয়ার জন্য প্রিমিয়াম প্যাকেজ কিনতে হয়।