Site icon Trickbd.com

স্কলারশীপ নিয়ে হাঙ্গেরীতে পড়তে যাওয়ার প্রক্রিয়া

হেলো । আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আমি ট্রিকবিডি থেকে তামিম আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো একটি স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে। এই স্কলারশিপ হাঙ্গেরির সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। প্রোগ্রামটির নাম হল স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম (Stipendium Hungaricum) স্কলারশিপ। ২০১৩ সাল থেকে এই প্রোগ্রামটি চালু হয়। যার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীরা হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে পড়ালেখার সুযোগ পায়।  

কেন এই স্কলারশিপ দেওয়া হয়? 

এই স্কলারশিপ দিয়ে হাঙ্গেরির সংস্কৃতি এবং শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের সাথে পরিচয় করে দেওয়া যায়। তাছাড়া উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার সুযোগ দেওয়া হয়। বাংলাদেশ থেকে আন্ডারগ্র্যজুয়েট, মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ে এই স্কলারশিপ দেওয়া হয়।

 

স্কলারশিপের সুযোগ সুবিধা-

 

 আবেদনের যোগ্যতা-

১। বাংলাদেশী নাগরিক হতে হবে।

২। অবশ্যই ১৮ বছর বয়স হতে হবে। 

৩। পূর্ববর্তী শিক্ষার ক্ষেত্রে ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হবে। 

৪। ইংরেজি ভাষায় দক্ষতা থাকা প্রয়োজনীয়। সাধারণত IELTS, TOEFL বা সমমানের সার্টিফিকেট প্রয়োজন।

৫। আবেদনকৃত প্রোগ্রামের Entry Qualification পূরণ করতে হবে।

 

প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে:

১। পাসপোর্ট

২। একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট

৩। জন্ম নিবন্ধন অথবা এনআইডি

৪। রিকমেন্ডেশন লেটার (২ টি)

৫। মোটিভেশান লেটার

৬। সিভি

৭। মেডিকেল সার্টিফিকেট

৮। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট (যদি থাকে)

৯। ইংরেজি ভাষায় দক্ষতার স্কোর (ভার্সিটির রিকোয়ার্মেন্ট অনুযায়ী)

 

আবেদনের প্রক্রিয়া-

 

প্রথমে হাঙ্গেরিয়ান স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে (stipendiumhungaricum.hu) গিয়ে একটি প্রোফাইল তৈরি করে আবেদনপত্র পূরণ করতে হয়।  সর্বোচ্চ ২ টি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

 

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনলাইন আবেদনের পাশাপাশি যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্রের হার্ডকপিও শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। 

বিস্তারিত – https://shed.gov.bd/ 

জানুয়ারী মাসের ১৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হয়।

অনলাইন আবেদন সম্পন্ন করার পর আবেদনের কপি সহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিচের ঠিকানায় জমা দিতে হবে।

জানুয়ারী মাসের ১৭ তারিখের মধ্যে হার্ডকপি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। 

প্রাপকের ঠিকানা-
যুগ্নসচিব (বৃত্তি)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়,
বাংলাদেশ সচিবালয় , ঢাকা।

আবেদনপত্র সচিবালয়ের ২ নং গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে সকাল ১০.টা থেকে ১১.০০টা এবং বিকাল ৩.৩০টা থেকে ৪.৩০টার মধ্যে জমা দিতে হবে।

আমি বাংলাদেশ সরকার থেকে  শিক্ষার্থী নির্বাচন করে একটি লিস্ট প্রকাশ করা হবে/ এরপরে বিশ্ববিদ্যালয় আপনার ইন্টারভিউ নিতে পারে/ 

মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, নির্বাচিত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়।

কেন হাঙ্গেরিতে পড়াশোনা করবেন?