Site icon Trickbd.com

গণিতে কিভাবে ভাল হবেন। সহজ উপায় গুলো কি? দেখে নিন

Unnamed

আসলামু আলাইকুম।

আশা করি আল্লাহ তায়ালার অশ্বেষ রহমতে ভাল আছেন।

কোন অঙ্ক বা জ্যামিতি না বুঝলে সেটা বাদ দিয়ে পরের
অধ্যায়ে যাওয়া ঠিক নয়। যখন যেটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা শিক্ষকের সাহায্য নিয়ে ভালো করে বোঝা উচিৎ। গণিত কখনো মুখস্থ করার নয়। এই অভ্যাস থাকলে দ্রুত ত্যাগ করুন এবং চেষ্টা করুন বুঝে অঙ্কের সমাধান আনতে।

একদিনে বইয়ের সব অঙ্ক শেষ করে ফেলার টার্গেট না নেওয়াটাই ভালো। বরং কোনো নির্দিষ্ট ধরনের অধ্যায়ের উপর পারদর্শী হওয়া ভালো। তাতে ভবিষ্যতে ভুল হওয়ার আশঙ্কা কম থাকবে। অযথা ক্যালকুলেটার না ব্যবহার করে হাতে কলমে তা সমাধান করার চেষ্টা করতে হবে। এতে পারদর্শীতা বাড়বে। এবং একটি অধ্যায় শেষ হওয়ার পর বন্ধুদের সঙ্গে সেই অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করা খুব কাজে দেয়।

আশা করি ভাল থাকবেন সুস্থ থাকবেন। এই কামনায় আজকের পোস্ট শেষ করলাম।

————————————————————

ছাদে কাপড় মেলতে সাহসী ৫ জন নারী
চাই, বেতন ৩০০ টাকা। হাহাহা