Site icon Trickbd.com

সকল HTML ট্যাগ। | শিখুন কোডিং উদাহরণসহ। For Beginners ( Sohag )

Unnamed

Image-2

HTML এ প্রোগ্রাম লেখার জন্য    এবং  দুইটা চিহ্ন এবং এর মধ্যে কিছু Word যেমন html, head, title, body  ইত্যাদি  Keyword  ব্যবহার করা হয়।  বা চিহ্ন এবং এর মাঝে লেখা একটি Keyword কে একত্রে ট্যাগ বলা হয়। যেমন   এবং ।  হল body শুরু ট্যাগ এবং হল body শেষ ট্যাগ।

নিচে সকল এইচটিএমএল ট্যাগ তালিকা দেয়া হল। প্রতিটি ট্যাগের উদাহরন সহঃ

HTML এর সাধারন ট্যাগ সমূহ:

ট্যাগ 

সংক্ষিপ্ত বর্ননা

HTML ডকুমেন্ট নির্দেশ করে।

প্রোগ্রামের head  অংশ নির্দেশ করে।

ডকুমেন্ট টাইটেল নির্দেশ করে।

প্রোগ্রামের মূল content অংশ নির্দেশ করে।

Anchor ট্যাগ।

Abbreviation ট্যাগ।

Bold টেক্সট নির্দেশ করে।

Italic টেক্সট নির্দেশ করে।

স্বাভাবিকের চেয়ে বড় টেক্সট নির্দেশ করে।

স্বাভাবিকের চেয়ে ছোট টেক্সট নির্দেশ করে।

বিশেষ উদ্ধৃতি প্রকাশ করতে ব্যবহৃত হয়।

একটা লাইন ব্রেক তৈরি করে।

কম্পিউটার কোড টেক্সট প্রকাশ করে।

টেবিল তৈরিতে ব্যবহৃত হয়।

টেবিলের কলাম তৈরিতে ব্যবহৃত হয়।

টেবিলের সেল তৈরিতে ব্যবহৃত হয়।

টেবিলের সারি তৈরিতে ব্যবহৃত হয়।

ফরম তৈরিতে ব্যবহৃত হয়।

হেডার ট্যাগ 1-6 পর্যন্ত হয়।


সমান্তরাল রেখা তৈরি করে।

ছবি যুক্ত করতে ব্যবহৃত হয়।

ফরমের ইনপুট ফিল্ড তৈরিতে ব্যবহৃত হয়।

  • লিষ্ট তৈরিতে ব্যবহৃত হয়।

    Meta ট্যাগ

      অর্ডার লিষ্ট তৈরিতে ব্যবহৃত হয়।

        আনঅর্ডার লিষ্ট তৈরিতে ব্যবহৃত হয়।

        প্যারাগ্রাফ নির্দেশ করে

        
        
        

        pre-formatted টেক্সট তৈরিতে ব্যবহৃত হয়।

        টেলিটাইপ টেক্সট নির্দেশ করে।

        Strong টেক্সট নির্দেশ করে।

        subscripted text নির্দেশ করে।

        superscripted text নির্দেশ করে।

        উদাহরন:

        Exit mobile version