গত পোস্টে আমি একটা খবর আপনাদেরকে দিয়েছিলাম । আর সেটা হল গুগল এখন ইংলিশ এর পাশাপাশি বাংলা ও সমর্থন করছে text to input এই option এর মধ্যে।
আজকে আমি শেয়ার করব কিভাবে এই অপশনটা ব্যবহার করে হাতে লেখা বা টাইপ করা বাদ দিয়ে সহজেই নিজের ভয়েজ ব্যবহার করে লিখতে পারবেন পারবেন। এই তা দেওয়ার করে সবচেয়ে বেশি উপকৃত হবে আমাদের লেখক ভাইরা। অতিদ্রুত এবং সহজেই তারা এখন যেকোনো পোস্ট লিখতে পারবে। এবং বড় পোস্ট খুব সহজ করে লিখতে উৎসাহিত হবেন।
তো আরেকটা মজার কথা বলে নেই আমি এই পোস্টটাও লিখছি এই অপশনটা ব্যবহার করে। তো শুরু করা যাক অনেক বকবক তো হল
।
প্রথমে কোন একটা টেক্সট এডিটর ওপেন করেন। তারপরও লেখার চেষ্টা করেন। দেখবেন আপনার কিবোর্ডে অপেন হবে। আমরা সবাই জানি এটা নতুন কিছু নয়। অনেকে ridmik keyboard use করে তাই আমি ridmik keyboard দিয়েই চেষ্টা করছি
।
নিচে কমার মত একটা চিহ্ন দেখতে পাবেন সেখানে চাপ দিয়ে ধরেন। একটা সেটিংস এর মত চিহ্ন আসবে
। ওইটাই চাপ দিন। আপনাকে keyboard বদলাতে বলবে।
ইনপুট মেথড এ google voice typing এ click দেন।
এখানে সেটিংস এর মতে আরেকটা option দেখতে পাবেন সেটাই প্রবেশ করেন।
এবার এখান থেকে ভাষা পরিবর্তন করে বাংলা করে দেন। এখানে দুইটা বাংলা আছে একটা ভারতীয় বাংলা আরেকটা বাংলা দেশি বাংলা।
আপনি দুইটাই সিলেক্ট করে দেন।
আর ইংলিশ টা বাদ করে দিবেন।
ব্যাস কাজ শেষ। এবার ইচ্ছামত বাংলা লিখেন।
যাদের language এ বাংলা আসবে না তারা একটা app update করে নিন আর সেটা হল google speech to text.