আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
আজকে মোবাইল দিয়ে অংক করার সফটওয়্যার নিয়ে আসলাম আপনাদের সামনে,যার নাম Photomath – Camera
Calculator
ফটোম্যাথ এ্যাপ টি নিয়ে লিখতে বসলাম।
আশা করি অনেকের
উপকারে আসবে।
অংক করা নিয়ে স্কুলের
শিক্ষার্থীদের সমস্যার
অন্ত থাকে না।এই সমস্যা
থেকে মুক্তি দিতে যাচ্ছে
অর্থাৎ এবার অঙ্কের
সমাধান দিবে মোবাইল।
তারজন্য মোবাইলে বিনা
মূল্যে ‘ফটোম্যাথ’ নামক
একটি অ্যাপ ব্যবহার করলেই
হবে।
সংবাদ মাধ্যমের এক খবরে
বলা হয়েছে, ‘ফটোম্যাথ
এ্যাপ মোবাইলে থাকলে,
স্থানের লেখা যে অঙ্কটি
কষতে হবে, ফোনের
ক্যামেরা দিয়ে শুধু সে
অংকটির ছবি তুললেই সঙ্গে
সঙ্গে অঙ্কটির বা
সমীকরণের সমাধান
জানাবে ওই এ্যাপটি।
ইচ্ছে করলে অঙ্কটি
কীভাবে সমাধান করা
হয়েছে, সেটিও দেখে
নেওয়া যাবে।;এই
‘ফটোম্যাথ এ্যাপ টি
অপটিক্যাল ক্যারেক্টার
শনাক্ত করে গাণিতিক
সমস্যা বুঝতে পারে।সেই
ফাংশানটি সমাধান করে
ফলাফল দেখিয়ে দেয়।
বিনামূল্যের এই ফটোম্যাথ
এ্যাপ টি তৈরি করেছে
ক্রোয়েশিয়ার
অ্যাপ্লিকেশন নির্মাতা
প্রতিষ্ঠান মাইক্রোব্লিঙ্ক….
অ্যান্ড্রয়েড
চালিত মোবাইলের জন্যও
হয়েছে।;অ্যান্ড্রয়েড
মোবাইলে এই ফটোম্যাথ
এ্যাপ ডাউনলোড করা
যাবে!
s.
আপনার যদি এন্ড্রয়েড
মোবাইল হয় তাহলে এখনি Download করে নিন
সবাই ভালো থাকবেন আর সবসময় সাথেই থাকবেন ট্রিকবিডির,
আল্লহ হাফেজ