জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা আগামীকাল ২ অক্টোবর ২০১৭ তারিখে প্রকাশিত হবে। তো আপনি আপনার মেধা তালিকার ফল দুটি মাধ্যমে জানতে পারবেন। একটি হলো মোবাইলের ম্যাসেজ অপশনের মাধ্যমে। আর আরেকটি হলো অনলাইনের মাধ্যমে। তবে ম্যাসেজের মাধ্যমে জানলে তাড়াতাড়ি জানতে পারবেন। ম্যাসেজের মাধ্যমে বিকাল ৪টা থেকে জানা যাবে। আর অনলাইনের মাধ্যমে জানলে রাত ৯টার পর থেকে জানা যাবে। নিচে দুটো বিষয় নিয়ে উল্লেখ করা হলো।
এসএমএস : আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে nu স্পেস athn স্পেস roll no লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ পাঠিয়ে দিন। সকল অপরেটরের সিম দিয়ে জানা যাবে।
.
অনলাইন : এখানে জাতীয় বিশ্ববিদ্যালেয়ের দুইটি ওয়েবসাইটের লিংক দেওয়া হলো। দুটো লিংক থেকেই জানা যাবে। www.nu.edu.bd/admissions অথবা www.admissions.nu.edu.bd।
.
বিঃ দ্রঃ এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১৫ অক্টোবর ২০১৭ তারিখ থেকে।
তথ্যসূত্র : জাতীয় বিশ্ববিদ্যালয়।
.
এইরকম আরো বিভিন্ন ধরনের তথ্য আপডেট পেতে আমার ফেসুবক পেজে লাইক দিন – www.facebook.com/WAMahbubPathan.