Site icon Trickbd.com

সকল মেম্বার ও ট্রেইনারদের দৃষ্টি আকর্ষণ করছি! জটিল অংকের ধাধার সমাধান প্রয়োজন? (সবাই দেখবেন প্লিজ)

Unnamed

আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালোই আছেন? আমিও আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম এক জটিল অংকের ধাধা! উত্তর দিতে পারলে পুরষ্কৃত হবেন, ইনশাআল্লাহ!

কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। নিম্নে আমি আপনাদেরকে বুঝানোর জন্য উদ্দীপক সহ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করলাম।

→প্রশ্নের উদ্দীপকঃ তিন বন্ধু একটি হাঁস কিনলো। প্রত্যেকে ২০+২০+২০=৬০ টাকা দিয়ে।

বিঃদ্রঃ বন্ধু তিন জনঃ= A,B,C

তো দোকানদার তাদেরকে ১০ টাকা ফিরিয়ে দিলো, অন্য একটি লোকের মাধ্যমে।

মনে করি অন্য লোকঃ= D

সেই অন্য লোক রাস্তায় চার (৪) টাকার বাদাম কিনে খেলো। আর তিন বন্ধুকে ৬ টাকা ফিরিয়ে দিলো।

তাহলে প্রত্যকের খরচ ২০-২= ১৮ টাকা।

এখন প্রশ্ন হছেঃ

প্রত্যেকে ১৮ টাকা করে খরচ করলে তিন জনের খরচ ১৮x৩= ৫৪ টাকা।

আর অন্য ব্যক্তি D, ৪ টাকার বাদাম কিনে খায়।

তাহলে হলো ৫৪+৪= ৫৮ টাকা।
আর বাকি ২ টাকা কোথায়?

অনুগ্রহ করে সবাই চেষ্টা করে দেখুন? আর কেউ মিলাতে পারলে অবশ্যই পুরষ্কৃত হবেন, ইনশাআল্লাহ!
উত্তর মিলিয়ে বুঝাতে পারলেই, আপনি বিজয়ী ঘোষিত হবেন। আর উত্তর জানাবেন কমেন্টে বা ফেইসবুকে।

ফেইসবুকে উত্তর দিতে এখানে আসুন

সুস্থ্য থাকুন, ভালো থাকুন! ট্রিকবিডির সাথেই থাকুন। (ধন্যবাদ)

Exit mobile version