Site icon Trickbd.com

গনিতের ৫০০+ সূত্র এখন মাত্র ১০ এমবির একটি অ্যাপে

Unnamed

আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি।

আজ অনেকদিন পর একটি পোস্ট করছি। আশা করি সকল ভাই-বোনের অনেক উপকারে আসবে। আমার জানামতে আমিই প্রথম পোস্ট করছি। কেউ আগে করে থাকলে মাফ করবেন। অনেকেই গনিত ভয় করে, কঠিন ভাবে। কিন্তু সূত্র জানা থাকলে গনিত সবচেয়ে সহজ মনে হয়। আজ আপনাদের জন্য অসাধারন একটি অ্যাপ নিয়ে এসেছি। ১০ এমবির এই অ্যাপ আপনাদের অনেক উপকার করবে। এতে রয়েছে ৫০০ এর বেশী অতি প্রয়োজনীয় সূত্র।

এই অ্যাপে (গণিতের সূত্র ৫০০+| Math Formula) ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল সূত্র এবং ইউনিভার্সিটি ভর্তি, ব্যাংক ও বিসিএস পরীক্ষার জন্য স্পেশাল সব সূত্র দেওয়া আছে । এখানে । গুরুত্বপূর্ণ সূত্র গুলো মনে রাখার টেকনিক দেওয়া আছে।

গনিত বিষয়টি কঠিন হলেও, সুত্র জানা থাকলে তা খুব সহজ হয়ে যায়। অধিকাংশ স্টুডেন্টদের অংক করার সময অনেক ঝামেলায় পড়েতে হয় যেমন সূত্র মনে থাকেনা আবার কোন অংক দেখার সময় তা কোন সূত্র ব্যবহার করা হয়েছে তা বুঝতে পারে না। তাছাড়া প্রয়োজনের সময় সূত্র মনেও আসে না আর বই তো সবসময় হাতে নিয়ে ঘুরা যায় না তাই সকল স্টুডেন্টদের জন্য এই অ্যাপস । যা যে কোন স্থানে পড়তে পারবেন এবং যে কোন Android ডিভাইসে ওপেন করতে পারবেন খুব সহজেই।

এখানে ৫০০+ অতি প্রয়োজনীয় গণিতের সূত্র একসাথে করে ক্যাটাগরি অনুযায়ী সাজানো হয়েছে, যাতে সহজে মনে থাকে । প্রয়োজনীয় সূত্রগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং সূত্রের পাশাপাশি বিভিন্ন নিয়ম বা পদ্ধতি দেওয়া হয়েছে। সুতরাং যখনই দরকার হবে তখনই একবার করে চোখ বুলিয়ে নিতে পারবেন। আশা করি এভাবে একসময় সবগুলি সূত্রই মুখস্ত হয়ে যাবে।

::::::::::: |||| ::::::::::

>>৫০০+ অতি প্রয়োজনীয় গণিতের সূত্রের বিভাগসমূহ:
>>গণিতের সূত্র
>>গণিতের সূত্র ভাণ্ডার
>>গণিতের হাজার হাজার সূত্র
>>গণিতের সূত্র জানাবে

>>গণিত সূত্র সম্ভার
>>গনিতের সুত্র
>>পাটিগণিতের সূত্র
>>বীজগণিত সূত্র
>>ত্রিকোনমিতির সূত্র
>>বীজগণিতের সূত্রাবলী
>>পরিমিতি সূত্র
>>বীজ গণিতের সূত্র
>>বীজ গণিতের সূত্র সমূহ
>>গণিতের শর্টকাট ফর্মুলা
>>সহস্র গাণিতিক সূত্র

::::::::::: |||| ::::::::::

আশা করি ডাউনলোড করে দেখবেন অ্যাপটি।

কিছু স্কিনশট:



ডাউনলোড লিংক: ডাউনলোড

বিঃদ্রঃ: পোস্টের কিছু লেখা সময় স্বল্পতার কারনে অ্যাপের বিবরন থেকে কপি করা হয়েছে। তবুও সম্পর্ন বা অন্য কারো পোস্ট থেকে নয়।

আসসালামু আলাইকুম